Main Menu

সাম্প্রদায়িক অপতৎপরতা ঠেকাতে হলে সাংস্কৃতিক জাগরণ দরকার–পুলিশ সুপার মিজানুর রহমান

+100%-

15870617_1410821972284831_2118120557_n

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো.মিজানুর রহমান পিপিএম বলেছেন,বাংলাদেশ যখন উন্নয়ন ও প্রগতিশীলতায় ব্যাপক গতিতে তখন মাঝে মাঝে সাম্প্রদায়িক অপশক্তি নানা রকম ষড়যন্ত্র করে,অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। তাদের ঠেকাতে,প্রতিরোধ করতে সাংস্কৃতিক জাগরণ দরকার। সাংস্কৃতিক জাগরণের জন্য অদ্বৈত মল্লবর্মণ,বাউল শাহ আবদুল করিমের মতো মহৎ মানুষদের চর্চা বাড়াতে হবে।

তিনি আরো বলেন,বাউল শাহ আবদুল করিমের গান আমাদের জাগরণের সাথে নানাভাবে যুক্ত হয়ে আছে। অসাম্প্রদায়িক চেতনার অন্য এক দিগন্তের নাম বাউল শাহ আবদুল করিমের গান। তিনি গতকাল সোমবার সন্ধ্যার পর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অদ্বৈত মেলার সমাপনী দিনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা এড.তাসলিমা সুলতানা নিশাতের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য উত্তম কুমার দাস,সানজিয়া আফরিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরার বিমিষ্ট কবি আকবর আহমেদ,বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজি মাহতাব সুমন,ব্রাহ্মণবাড়িয়া রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর,এটিএন নিউজের ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য। স্বাগত ভাষণ দেন সংগঠনের পরিচালক মো.মনির হোসেন।

এরপর পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো.আসাদুজ্জামান। এ পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা এটিএম ফয়েজুল কবীর।

সমাপনী দিনে সাংস্কৃতিক কমিটির সমন্বয়ক হৃদয় কামালের সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে বাবু সরকার,ব্রাহ্মণবাড়িয়ার পাপিয়া চৌধুরী,মিতালী বিশ্বাস,ফারুক আহমেদ পারুল,নবীনতা রায় বর্মণ,নুসীন আদিবা,জুমানা কামাল,মো.শাহজাহান,আবুল কালাম আজাদ,সোহাগ রায়।

আবৃত্তি করেন কাজি মাহতাব সুমন।

সোমবার দিনভর মেলামাঠে লোকগান,লোকনৃত্য,আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক প্রতিযোগীতা উদ্ধোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন।

সংগঠনের সদস্য হৃদয় কামালের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পি শরীফ মো.সাঈমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন,সাংবাদিক ও শিশু সংগঠক বিশ্বজিত পাল বাবু।

স্বাগত ভাষণ দেন আবৃত্তিশিল্পি অমিতাভ চক্রবর্তী।






Shares