Main Menu

শিশুরা মন দিয়ে পড়াশুনা করলে দেশকে ঠেকানো যাবে না :: জাফর ইকবাল

+100%-

jafar ikbal
দেশ বরেণ্য শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘শিক্ষার্থীদেরকে ভালো করে পড়াশুনা করতে হবে। তাহলেই আমাদের দেশের সম্পদ বেড়ে যাবে। শিশুরা মন দিয়ে পড়াশুনা করলে দেশকে ঠেকানো যাবে না। ২০৫০ সালের আগেই দেশ ইউরোপ-আমেরিকার মতো হবে’।
তিনি আরো বলেন, ‘ মুক্তিযোদ্ধারা আমাদেরকে নতুন দেশ দিয়েছে। একটা পতাকা দিয়েছে। একটা স্বাধীন দেশ যে কত বড় তা চিন্তাও করা যায় না। এখন এ দেশটাকে আমাদের হাতেই তৈরি করতে হবে। নইলে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের ঋণ শোধ করতে পারব না’।
pic2

বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘর আসর আয়োজিত মুক্তিযোদ্ধের বিজয় মেলার সমাপনী দিনের আলোচনা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য প্রনয় সাহা, সাধারন সম্পাদক আবুল ফারাহ পলাশ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন। স্বাগত বক্তব্য দেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার।






Shares