Main Menu

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশকে জাগ্রত করতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই:: শিশু নাট্যম তিন দিনব্যাপী ক্যাম্পের সমাপনীতে ভাইস চেয়ারম্যান নিশাত

+100%-

shisu7216

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত বলেছেন, শিশুরা নিষ্পাপ। তাদের কাছে আসলে ভাল লাগে। তারা যে ছবি আঁকে তার মধ্যে তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা এবং মেধার পরিচয় পাওয়া যায়। আজকের এই শীতকালীন ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুরা একদিন তাদের মেধার বিকাশ ঘটিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের ছবি আঁকা, গান, আবৃত্তি, বই পড়া, সাধারণ জ্ঞান, বিতর্কসহ বিভিন্ন কারিকুলামে জড়িত থাকতে পাড়লে শিশুর মেধার বিকাশ ঘটে। বড় হয়ে কর্মজীবনে যেমন জড়তা থাকবে না তার পাশাপাশি বিভিন্ন অপরাধেও জড়িত হবে না। দেশের উন্নতিতে সে অংশ নিতে পারলে মাতা পিতা সহ দেশের মুখ উজ্জল হবে। তিনি বলেন, এখন আর সে দিন নেই যে, আমাদের শিশুরা পারবে না, আমাদের শিশুরা অনেক মেধাবী। সঠিক পরিচর্চা পেলে তাদের মেধার বিকাশ কেউ আটকিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, তিন দশক ধরে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। একটি প্রতিষ্ঠান তিন দশক ধরে শিশুদের ধারাবাহিক ভাবে তাদের মেধা বিকাশে কাজ করছে আমাদের গৌরব করার মত। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশকে জাগ্রত করতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। শিশুদের মেধা বিকাশে সবচেয়ে বেশী অবদান মায়ের। শিশুদের লালন ও প্রতিভা বিকাশে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। ডাকসুর সাবেক জিএস জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এর নামে উৎসর্গীকৃত ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চারুকলা ও সংগীত বিভাগের প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রীর অংশ গ্রহণে তিন দিনব্যাপী ছবি আঁকা, গান, আবৃত্তি ও ফটোগ্রাফি বিষয়ক শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্পের শনিবার ৬ ফেব্রুয়ারী সমাপনী দিনের সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।

ব্রাহ্মণাবড়িয়া শিশু নাট্যমের কার্যকরী কমিটির সদস্য অরূপ দত্তের সভাপতিত্বে সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক রিয়াজ উদ্দিন জামি। ধন্যবাদ বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু। তিন দিনব্যাপী প্রশিক্ষণের যারা প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন চিত্রশিল্পী ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা মোঃ আসাদুর রহমান আলমগীর, স্থপতি অরূপ দত্ত, চিত্র শিল্পী, দীপ্ত মোদক, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রাক্তন ছাত্রী ইঞ্জিনিয়ার ফারজানা বিনতে খান খেয়া, গৌরী আহমেদ, সংগীতে শিল্পী ফিরোজ আহমেদ, প্রদীপ পাল, মিনাক্ষী চক্রবর্তী, শ্যামল চৌধুরী, প্রণয় সাহা, আবৃত্তিতে হাবিবুর রহমান পারভেজ, নির্জয় হাসান সোহেল, ফটোগ্রাফিতে ইব্রাহিম খান সাদাত।

প্রতিদিন সকাল ৮ট থেকে বিকাল ৫টা পর্যন্ত উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিশু এবং অভিভাবকদের উপস্থিতিতে শীতকালীন ক্যাম্পের শেষ দিনটি ছিল উৎসব মুখর।প্রেস রিলিজ






Shares