Main Menu

শিশুদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরী করে দিতে হবে – পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম

+100%-

Shishunattom Camp Photo

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ৩ দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্প শুরু

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন, শিশুদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরী করে দিতে হবে। শুধু শিক্ষা কেন অন্য ক্ষেত্রেও অবদান রেখে পরিচিতি পাওয়া যায় সুনাম অর্জন করা যায়। শিক্ষা ক্ষেত্রে যারা অবদান রেখেছে তাদের কথা কিন্তু কারো মনে নেই। কিন্তু শিল্পী জয়নুল আবেদীন, পল্লী কবি আব্বাস উদ্দিন, ড. জাফর ইকবাল, রোদোয়ানা চৌধুরী বন্যা, সাকিব আল হাসানকে সবাই চেনে। অনেক পরিচিত তারা। তিনি আরো বলেন, পৃথিবীতে বাংলাদেশ এখন অনেক ভাল অবস্থানে আছে। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে ভাল অবস্থানে দাড় করাতে পারলে দেশ আগামীতে আরো উন্নত হবে। নতুন প্রজন্ম স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে।

Shishunattom Camp Photo 2

তিনি জাতীয় বীর ডাকসুর সাবেক জিএস আব্দুল কুদ্দুস মাখনকে উৎসর্গকৃত ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চারুকলা বিভাগ ও সংগীত বিভাগের ছাত্র ছাত্রীদের ছবি আঁকা, সংগীত, আবৃত্তি ও ফটোগ্রাফি বিষয়ক তিন দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

ব্রাহ্মণাবড়িয়া শিশু নাট্যমের চারুকলা বিভাগের প্রাক্তন ছাত্রী ইঞ্জিনিয়ার ফারজানা বিনতে খান খেয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর ভাইস প্রেসিডেন্ট লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজ উদ্দিন জামি, রামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান সেলিম, উলচাপাড়া মালেকা সাহেব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, দৈনিক দিনদর্পনের ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, উলচাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, প্রক্তন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু। ধন্যবাদ বক্তব্য রাখেন প্রশিক্ষক দীপ্ত মোদক। আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেঁটে তিন দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেন। উদ্বোধন শেষে চারুকলা বিভাগের ছাত্র ছাত্রীরা ১০টি ভাগে বিভক্ত হয়ে উলচাপাড়া গ্রামের বিভিন্ন স্থানে ছবি আঁকে। উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ক্যাম্পের আজ দ্বিতীয় দিন প্রশিক্ষণ প্রদান করবেন স্থপতি অরূপ দত্ত, দীপ্ত মোদক, প্রবাল বণিক, ফারজানা বিনতে খান খেয়া, গৌরী আহমেদ ও সংগীত বিভাগে প্রদীপ পাল, প্রণয় সাহা, মিনাক্ষী চক্রবর্তী।

বিকাল ৪টায় পুরস্কার বিতরন করবেন সাবেক সচিব মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম সভাপতি মাশুকুল ইসলাম মাশুক।



(পরের সংবাদ) »



Shares