Main Menu

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন

+100%-

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের সার্বিক বিষয়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

এসময় সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ জানান, ক্যাম্পেইনের আওতায় ৯ টি উপজেলার ২ হাজার ৪ শত ৩৩ টি কেন্দ্রে  ৬ -১১ মাস বয়সী ৫৫ হাজার ২৬৫ জন শিশুকে ১ টি করে নীল রং এবং ১২- ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬২ হাজার ২৮৯ জন শিশুকে ১ টি করে লাল রঙের টিকা খাওয়ানো হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চলে।

উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অন্ধত্ব প্রতিরোধ সহ স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে বছরে ২ বার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।






Shares