Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক বিশ্ব এজতেমার স্থান নির্ধারন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্বিত ও আনন্দিত:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

20151130_104543ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন পবিত্র হজের পরে বিশ্ব এজতেমা বৃহৎ মুসলিম জমায়েত যা আমাদের দেশে প্রতি বছর দীর্ঘদিন যাবত টঙ্গীর তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর এজমেতায় আগত মুসুল্লিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ বছর থেকে বিভিন্ন জেলায় আঞ্চলিক বিশ্ব এজতেমার আয়োজন করা হচ্ছে। কয়েকটি জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এই আয়োজনের স্থান নির্ধারন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্বিত ও আনন্দিত।

তাবলিগ জামাতের এই আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবী ধর্মপ্রাণ মুসুলমানদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সদর উপজেলা পরিষদ এই আয়োজনের সার্বিক দিকে খোজ খবর নিচ্ছেন ও সহযোগিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে এবং এজতেমায় আগত মুসল্লিদের বিভিন্ন সেবা প্রদান করা হবে। তিনি ব্যাপক এই আয়োজনে সকল ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ও অংশ গ্রহন করার আহবান জানান।

মেয়র গতকাল সকালে শালগাও-কালিসিমা চৌদ্দমৌজা ঈদগাহ মাঠে আগামী ৩,৪,৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব এজতেমার একাংশ “ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক বিশ্ব এজতেমার” প্রস্তুুতি পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, মোঃ হিরন মিয়া, মজিবুর রহমান, এসএম আলম, মোঃ নাছিম, অলি মিয়া, গিয়াস উদ্দিন প্রমুখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রেস রিলিজ






Shares