Main Menu

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এডঃ নূর মোহাম্মদ জামালের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নূর মোহাম্মদ জামাল ছিলেন সৎ, নির্লোভ, প্রচার বিমুখ মানুষ :: পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম

+100%-

sp10916
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও জেলা জজ কোর্টের বিজ্ঞ পিপি, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির দুই বারের সাবেক সফল সভাপতি এডঃ নূর মোহাম্মদ জামালের আত্মার মাগফেরাত কামনায় এক স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল শনিবার বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় সিটি সেন্টার মার্কেটের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি এডঃ নাজমুল হক রিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জনকল্যাণে নিবেদিত জনবান্ধব পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ সারোয়ার ই আলম, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কবির তপন, জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি এডঃ আজাদ রকিব তোরাণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এডঃ ওসমান গণি, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. লোকমান হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেমনের সহ সভাপতি নিয়াজ মঈন উদ্দিন খান পাশা, সহ সভাপতি মোঃ হাজী মহসিন মিয়া, যুগ্ম সম্পাদক এডঃ বশির আহমেদ, সদর উপজেলা শাখার এডঃ আবু ইউসুফ, শহর কমিটির এডঃ শহিদুল ইসলাম, এডঃ আক্কাস আলী, অর্থ সম্পাদক বাবুল, দপ্তর সম্পাদক কিশোর, ফরিদ মিয়া, লিয়াকত আলী সিদ্দিকী, মনির হোসেন, আরিফ, শাহীন, জহিরুল হক দুলাল, আখাউড়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুল্লাহ্। শোকসভায় উপস্থিত সকলের দোয়া কামনা করেন মরহুম এডঃ নূর মোহাম্মদ জামালের বড় ছেলে ইঞ্জিনিয়ার অয়ন। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, নূর মোহাম্মদ জামাল ছিলেন সমাজের একজন সৎ, নির্লোভ, প্রচার বিমুখ মানুষ। এমন নিরহংকারী মানুষ সমাজে বিরল। তার ভালো মানুষির কারণে সমাজের মানুষ তাকে চিরদিন স্মরণে রাখবে। আইনজীবিদের মধ্যে তিনি ছিলেন তুমুল জনপ্রিয়। তিনি বীর মুক্তিযোদ্ধা এডঃ নূর মোহাম্মদ জামালের স্মরণসভার উদ্যোগ নেয়ায় সংগঠনের সকলকে ধন্যবাদ জানান।প্রেস রিলিজ






Shares