Main Menu

নারী নির্যাতন প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ কাজ করছে:: নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালী,মতবিনিময় সভায় পুলিশ সুপার

+100%-

B.Baria Pic-1ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সাথে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের মতবিনিময় সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা খানম নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম। সদর উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন নারী নির্যাতন প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ কাজ করছে। তিনি এখানে যোগদান করার পরই এব্যাপারে বিশেষ পদক্ষেপ নিয়েছেন। তিনি একাজে নারী জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস রিলিজ

B.Baria Pic-2-1






Shares