Main Menu

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে –জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

dc21116ডেস্ক ২৪:: ২রা নভেম্বর বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর, ভারপ্রাপ্ত পিপি. এডঃ এস এম ইউসুফ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।

সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূঞা। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে বিজয় দিবস পালন করতে চাই। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তিনি এ সময় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহবান জানান।






Shares