Main Menu

তিতাস নদী থেকে বালু উত্তোলন করায় ২ জনের কারাদণ্ড

+100%-

জেলার তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাজকৃষ্ণপুর এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনের অভিযোগে দুইজন ড্রেজার চালক ও চারজন শ্রমিককে আটক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

তিনি জানান, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘন করে নদী থেকে বিপণনের উদ্দেশ্যে বালু উত্তোলন করায় এবং ড্রেজিংয়ের কারণে নদীর তীর ভাঙ্গনের শিকার হওয়ায় আইনের ১৫(১) ধারায় আটক দুই ড্রেজার চালকের উভয়কে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক চার শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে।






Shares