Main Menu

খালেদা জিয়া পাকিস্থানের প্রেমিক হিসাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত –মোকতাদির চৌধুরী এমপি

+100%-

muktadirchowdoty3
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন,সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন,এড.নূর মোহাম্মদ জামাল,এড.আবু তাহের,মিসেস নায়ার কবির,যুগ্মসম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন,সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন,শাহ আলম সরকার,প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক তানজিন আহমেদ,শিল্প বানিজ্য সম্পাদক শাহ আলম,শ্রম সম্পাদক শেখ মো.মহসিন,কৃষি সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নেসার,বিজ্ঞান-প্রযুক্তি সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ,অর্থ সম্পাদক মহসিন মিয়া,মহিলা সম্পাদক মমতাজ বাশার,কার্যকরী সদস্য সেলিম রেজা হাবিব,এড.শাহানুর ইসলাম,এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,হাজি মাহমুদুল হক ভূঞা,শাহ আলম।

সভায় বিএনপি বেগম খালেদা জিয়া ও তার অনুসারীদের মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তিমূলক নানা বক্তব্যের নিন্দা জানানো হয়।

এসময় মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য দাতাদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেয়ার আইনমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানানো হয়।

সভায় আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাপক আয়োজনে পালন করা সহ আগামী ৭ মার্চ মুক্তিযোদ্ধা সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক এমপি এড.শাহ আলমের উপর কসবা ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও লাঞ্চিত করার ঘটনাকে জঘন্য ও গর্হিত অন্যায় হিসাবে আখ্যায়িত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ববস্থা নেয়ার দাবী জানানো হয়।

সভাপতির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন,বেগম খালেদা জিয়া পাকিস্থানের প্রেমিক হিসাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।বিএনপি নেতারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যে অপরাধ করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইন করে ব্যবস্থা নিতে হবে।মুক্তিযুদ্ধের সকল বিষয়ই মীমাংসিত।এ নিয়ে অহেতুক বিতর্ক তোলা গর্হিত অন্যায়।






Shares