Main Menu

২৫ মার্চ গণহত্যা দিবস ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক আকারে পালন করবে ১৪ দল

+100%-

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক আকারে পালন করবে ১৪ দল। শনিবার রাতে শহরের হালদারপাড়াস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গণহত্যা দিবসে জেলা ১৪ দলের আয়োজনে বিকাল ৩ টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় জেলা ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এছাড়াও সভায় প্রত্যেক উপজেলা পর্যায়েও এদিন আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

সেইজন্যে উপজেলা পর্যায়ে ১৪ দল নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহসভাপতি মুজিবুর রহমান বাবুল,জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.আখতার হোসেন সাঈদ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঞা,শহর সভাপতি মিজানুর রহমান আঙ্গুর ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড.কাজী মাসুদ আহমেদ।






Shares