Main Menu

সদর হাসপাতালকে দালালমুক্ত করতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে– মোকতাদির চৌধুরী এমপি

+100%-

রোববার বিকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা শহীদ ডাঃ মিলন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এফ জামান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ জায়েদুল হক, সদর হাসপাতালের আরএমও ডাঃ রানা নূরুস্ সামস্, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।

সভা পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন।

সভাপতির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, সদর হাসপাতালকে দালালমুক্ত করতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সদর হাসপাতালের ভিতরে এবং সংলগ্ন রাস্তায় কোন প্রকার বখাটেদের দৌড়াত্ব কঠোরভাবে বন্ধ করতে হবে। হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা করতে হবে। তিনি এ সময় আরো বলেন, হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের বল প্রয়োগ করে কোন ঔষধ লিখার জন্য যদি কোন ঔষধ কোম্পানীর প্রতিনিধি যুক্ত থাকেন তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






Shares