হোম কোয়ারেন্টাইনে না থাকায় বাঞ্ছারামপুরে ওমান ফেরত প্রবাসীকে ৫হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ওমান ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার রুপসদী গ্রামে মনির হোসেন নামের ওই প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার তাকে এই দণ্ড প্রদান করেন।
প্রবাসী মনির হোসেন ওই এলাকার অলি হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ওই প্রবাসী চলতি মাসের ৮ তারিখে ওমান থেকে দেশে ফিরেছে। করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে দেশে ফেরার কারণে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা তাকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা প্রদান করেন। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। এতে করে স্থানীয় এলাকাবাসী আতঙ্কিত হয়ে যায়। বুধবার দুপুরে একই ভাবে হোম কোয়ারেন্টাইনে আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ হাজার টাকা দণ্ড প্রদান করা হয়।