Main Menu

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা

+100%-

উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের উত্তেজনার মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সম্মেলনস্থলসহ পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর জানান।

তিনি বলেন, “মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই স্থানের মধ্যে কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না।”

বুধবার সকালে এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন আহ্বান করা হয়েছে। এতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি থাকার কথা।

সোমবার এই সম্মেলনের বিরুদ্ধে বিএনপির একটি পক্ষ মিছিল বের করে। তখন প্রতিপক্ষের লোকজন তাতে হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

২৩ অক্টোবর বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া উপজেলা ও পৌর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।






0
0Shares