Main Menu

উপজেলা সম্মেলন থেকে ফেরার পথে বিএনপি নেতার ওপর হামলা

+100%-

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন থেকে ঢাকায় ফেরার নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্যসচিব সিরাজুল ইসলাম জানান। পরে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে আহত জসিমের স্ত্রী জানান। এর আগে দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর মাদরাসা মাঠে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন, তকদির হোসেন মো. জসিম।

যদিও সম্মেলনটি উপজেলা সদরের এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলনের বিরোধিতা করে বিএনপির একাংশ একই সময় ও স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ডাকে।

এ নিয়ে সম্মেলনের পক্ষে থাকা কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ ও উপজেলা বিএনপির সদস্যসচিব একেএম মুসার সমর্থকদের সঙ্গে সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেকের সমর্থকদের উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় সম্মেলনস্থল ও আশপাশ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

আহত বিএনপি নেতার স্ত্রী মোবাইল ফোনে বলেন, সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে একদল লোক ধারালো অস্ত্র নিয়ে জসিমের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। তিনি এখন ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা বিএনপির সদস্যসচিব সিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি তাজুল ইসলামের সহযোগীদের নিয়ে আব্দুল খালেক উপজেলা বিএনপির সম্মেলন বানচাল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কেন্দ্রের নির্দেশে আমরা সম্মেলন করেছি। সম্মেলন সফল হয়েছে। সম্মেলন বানচালের চেষ্টাকারীরাই তকদির হোসেন মো. জসিমের ওপর হামলা চালিয়েছে।”

এদিকে, হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সম্মেলনের বিরোধিতা করে আসা আব্দুল খালেক মোবাইল ফোনে বলেন, দলের নির্যাতিত এবং তৃণমূলের নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার পর থেকেই বাঞ্ছারামপুরে বিক্ষোভ হচ্ছে।

তিনি ঢাকায় আছেন দাবি করে বলেন, তবে তকদির হোসেন মো. জসিমের ওপর কারা হামলা করেছে বা তার ওপর হামলা হয়েছে কিনা সে বিষয়ে আমি কিছুই জানি না। আমি ঢাকায় আছি।

বিএনপি নেতা তকদির হোসেন মো. জসিমের ওপর হামলার বিষয়ে কিছু বলতে পারেননি বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী।






Shares