Main Menu

বাঞ্ছারামপুরে বিশিষ্ট্য শিল্পপতি ড্রেশডেন গ্র“পের চেয়ারম্যান আনারুল হকের উপর হামলা ।। গাড়ী ভাংচুর।

+100%-

প্রতিনিধি ::জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ বিভিন্ন মামলার আসামী কামরুল হাসান (৩০) তারা বাহিনী নিয়ে অর্তকিত ভাবে  বিশিষ্ট্য শিল্পপতি ড্রেশডেন গ্র“পের চেয়ারম্যান আনারুল হকের উপর হামলা চালায় এ সময় তিনি গুরুতর আহত হন সন্ত্রাসীরা শিল্পপতির উপর হামলা চালিয়েই খান্ত হননি তারা শিল্পতির গাড়িটি কুপিয়ে ভেঙ্গে ফেলে। এ তান্ডব লিলা দেখে রূপসদী গ্রামের জনসাধারণ এসে সন্ত্রাসী কামরুল ও  তার দলীয় লোকজন কে বাধা দিলে তারা গ্রামে বাসীর বাধাকে উপেক্ষা করে এক নারকীয় তান্ডব চালায়। এ ঘঠনার খবর পেয়ে বাঞ্ছারামপুর থানার এস,আই ফিরোজ ও এস,আই কামরুল সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘঠনাস্থলে দ্রুত পৌছলেও সন্ত্রাসীরা পালিয়ে না গিয়ে পুলিশের উপস্থিতিতে পূনরায়  হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ বলিষ্ঠ্য ভূমিকা নিয়ে সন্ত্রাসীদের সাথে মোকাবেলা  করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। সন্ত্রাসী কামরুল কে এ সময় গ্রামবাসী হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোর্পদ করেন। এই ঘটনায় বিশিষ্ট্য শিল্পপতি আনারুল হক এর ভাগিনা রিয়াজুল হাসান বাবু বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় একটি নিয়মিত মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতের প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ, সন্ত্রাসী কামরুল ইতিপূর্বে বিভিন্ন ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, পুলিশের উপর হামলা ও নারী শিশু সহ অসংখ্য মামলার আসামী রয়েছেন বলে পুলিশ সূত্র জানায়।






Shares