বাঞ্ছারামপুরে চোরের ছিটানো চেতনা নাশকে প্রাণ গেল কিশোরীর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোরদলের ছিটানো চেতনা নাশক পদার্থে মাহমুদা বেগম (১৪) নামে এক কিশোরী মারা গেছে। এই সময় তার মামী ময়না বেগম(২২) নামের একজন অসুস্থ হয়ে পরেছেন । গতবুধবার দিনগত গভীর রাতে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামের এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীর মৃত্যু হয়। নিহত কিশোরী পার্শ্ববর্তী পাহাড়িয়াকান্দি গ্রামের শাহজালালে মেয়ে। সে আকানগর গ্রামে মামার বাড়িতে থাকতো।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তেজখালি ইউনিয়নের আকানগর গ্রামের আলী মিয়ার বাড়ীতে গতকাল বৃহস্পতিবার রাত অনুমান আড়াইটার দিকে একদল চোর সিঁধ কেটে ওই ঘরে ঢুকে চেতনা নাশক পদার্থ ছিটিয়ে দেয়। এতে ওই ঘরে থাকা কিশোরী মাহমুদা ও তার মামী ময়না বেগম চেতনা হারায়। পরে চোরেরা ঘরের থাকা মোবাইল, কাপড়-চোপড়সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এদিকে কিশোরী মাহমুদা বিষক্রিয়ায় মারাত্মক অসুস্থ্য হয়ে পড়ায় দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এহসান হাবিব তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদস্ত ছাড়াই নিহতে লাশ আকানগর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, স্থানীয় তেজখালী ইউনিয়নের চেয়ারম্যান ফায়েজুর রহমান বৃহস্পতিবার দুপুরে তাকে ঘটনাটি অবহিত করেছেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।