Monday, July 28th, 2025
কসবায় ছেলের জন্মদিনের খরচের টাকা অসুস্থ শিশুর চিকিৎসা সহায়তায় দান করলেন পিতা

রুবেল আহমেদ : ছেলের জন্মদিনের খরচের টাকা চিকিৎসার জন্য তুলে দিলেন এক অসুস্থ শিশুর হাতে। এই মহৎ কাজ করে অসুস্থ শিশু ফাতেমা আক্তার (১১) ও পরিবারের মুখে হাসি ফোটালেন কসবার মানবিক ও সামাজিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান। সোমবার বিকেলে খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও দরিদ্র ইয়াছিন মিয়ার বাড়িতে স্বল্প পরিসরে একটি একটি অনুষ্ঠানের মাধ্যমে ফাতেমার চিকিৎসা সহায়তা বাবদ পরিবারকে তুলে দেন ছেলের সপ্তম জন্মদিনের খরচের টাকাগুলো। এতে উপকৃত হয় দরিদ্র ফাতেমার পরিবার। এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি সেলিম ভুইয়া, মোঃ গোলাম রসুল, হাজী সুলতান আহাম্মদ, মোঃ ওবায়দুল্লাহবিস্তারিত





























