Main Menu

Wednesday, July 23rd, 2025

 

বিজয়নগরে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে পানিতে ডুবে জুনায়েদ (৯) নামের ৩য় শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার শশই গ্রামের ইউনুস মিয়ার ছেলে। নিহত জুনায়েদ শশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে জুনায়েদ বাড়ির সামনের নদীর পাড়ের ড্রেজারের পাইপ পাড় হয়ে যাওয়ার সময় পা পিছলে খেয়ে নদীতে পড়ে ডুবে যায়।পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী মাসুখ মিয়া জানান,ড্রেজারের পাইপের উপর দিয়ে যাওয়ার সময় পিচ্ছিল খেয়ে নদীতে পড়ে ডুবে মারা যায়।এই পাইপ দিয়ে প্রায়ই দূর্ঘটনা ঘটে। এই ঘটনার পরবিস্তারিত


একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ড: ব্রাহ্মণবাড়িয়ার মোবারকের আপিলের রায় ৩০ জুলাই

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ১১ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মোবারক হোসেনের করা আপিলের ওপর রায়ের জন্য ৩০ জুলাই তারিখ রেখেছেন আপিল বিভাগ। শুনানি শেষে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের এ তারিখ ধার্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আপিল বিভাগে আপিল করেন মোবারক, যার ওপর ৮ জুলাই শুনানি শুরু হয়। ১৬ জুলাই দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। সেদিন শুনানি নিয়ে আপিল বিভাগ আজ শুনানির জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায় শুনানি শেষেবিস্তারিত