Main Menu

Tuesday, August 6th, 2024

 

সদর থানার লুট করা মালামাল জামিয়া ইউনুছিয়ায় ফেরত দেয়ার আহবান

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থেকে লুট করা মালামাল জামিয়া ইউনুছিয়ায় ফেরত দেয়ার আহবান জানিয়ে মাইকিং করা হয়েছে। মাইকিং এ বলা হচ্ছে, আপনারা জামিয়া ইউনুছিয়ার তাকমিলে লুট করা মাল জমা দিয়ে নজির স্থাপন করুন।


ভারতে পালানোর সময় সাংবাদিক শ্যামল দত্তকে পরিবারসহ আটকে দিল ইমিগ্রেশন

স্ত্রী-সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্তকে। মঙ্গলবার বিকেলে তাকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। শ্যামল দত্ত আওয়ামীপন্থি সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন। ইমিগ্রেশন সূত্র জানায়, বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত দেন। এসময় ভারত যেতে ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয় করেন তিনি। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, ইমিগ্রেশন থেকে তিনি ফিরে গেছেন।