Friday, September 23rd, 2022
আমরা অবৈধ ব্যক্তিত্বের পরিবর্তন চাই:: সাবেক সাংসদ এড. জিয়াউল হক মৃধা

মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি॥ পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রাজনীতি করেছি, উনার পরিবারের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকবো। আমি চাইনা জাতীয় পার্টি ভেঙে যাক, রওশন এরশাদ চায়না জাতীয় পার্টি ভেঙে যাক। আমরা চাই জাতীয় পার্টি তে অবৈধ ব্যক্তিত্বের পরিবর্তন। আপনারা কি দেখেছেন কোন একটা দলে ৭ জন কো চেয়ারম্যান, আপনারা কি দেখেছেন প্রায় ৬০ টি প্রেসিডিয়াম সদস্য পদ। অতিরিক্ত মহাসচিব ১৭-১৮ টি পদ। এর মানে কি এই দলে কোন শৃংখলা নাই, নেতারে কেউ মানে না। যাদের পদ দিয়ে রাখছে তারা পদের ওজনে রাস্তা দিয়ে হাটতে পারে না। রাতের অন্ধকারে একদল লোকবিস্তারিত





























