Tuesday, June 1st, 2021
হামাসের রহস্যময় সামরিক প্রধান মোহাম্মদ দেফ: খুঁজে হয়রান ইসরায়েল
এ মাসে এক ফিলিস্তিনি চরমপন্থী নেতার পাঠানো একটি অস্পষ্ট অডিও রেকর্ডিং-এ ইসরায়েলকে অশুভ পরিণতির হুঁশিয়ারি দেয়া হয়েছিল। এতে বলা হয়েছিল, হামাসের দাবি মানা না হলে ইসরায়েলকে “চরম মূল্য” দিতে হবে। ফিলিস্তিনি অঞ্চল গাযা নিয়ন্ত্রণ করে মূলত হামাস। এই অডিও রেকর্ডিংটি ছিল হামাসের সামরিক শাখার নেতা মোহাম্মদ দেফের, যাকে ইসরায়েলিরা কোনভাবেই ধরতে পারছে না।ইসরায়েলের ফেরারি তালিকায় মোহাম্মদ দেফের নাম সবার উপরে। গত সাত বছরের মধ্যে এই প্রথম তার কোন কথা শোনা গেছে। মোহাম্মদ দেফের এই হুঁশিয়ারিকে ইসরায়েলিরা পাত্তা দেয়নি। এরপর ইসরায়েল এবং গাযার মধ্যে ১১ দিন ধরে চলেছে লড়াই, যার অবসানবিস্তারিত
প্রথম আলোর সাংবাদিক শাহাদাৎকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শাররীকভাবে লাঞ্ছিত হয়েছেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পৌর এলাকার কাজী পাড়ার রউফ মিয়ার ছেলে এবং জেলা সৈনিক লীগের আহবায়ক জুম্মানের ছোটভাই রোমান এ হামলা চালিয়েছে। জানা যায়, হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চালুর দাবিতে মঙ্গলবার সকাল ১১ টায় স্টেশন চত্বরে মানববন্ধনের আয়োজন করে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী। মানববন্ধনে ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। মানববন্ধন সংবাদ সংগ্রহের জন্য অন্যান্যদের সাথে সাংবাদিক শাহাদৎ স্টেশন চত্বরে যান।মানববন্ধন শেষে সাংবাদিক শাহাদৎ জানতে পারেন মানববন্ধনে আসা এক যুবক জনৈকবিস্তারিত