Monday, December 2nd, 2019
নবীনগরে স্মাট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ- ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় আগ্নেযাস্ত্রের স্মাট্ ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্টে সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাাপ্তির বিষয়টি সরকারের ডিজিটাল পদ্বতীর আওতায় নিয়ে এসেছে। তারই ধারাবহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আগ্নেযাস্ত্রের স্মাট্ ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্টে সিস্টেমটি গতকাল রবিবার (০২/১১) নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এর পূর্বে জেলা প্রশাসক ইব্রাহিমপুর মধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কেন্দ্র, নারায়নপুর কমিউনিটি প্রাঃবিঃ বিদ্যালয়,স্থানীয় এনজিও হোপ,নবীনগর পৌরসভা,নবীনগর থানা পরিদর্শন এবং উপজেলার মাদ্রাসাসহ ৫৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামানবিস্তারিত
নবীনগরে খাল ভরাট করে সরকারি খাল দখল ও ব্রীজ ভেঙ্গে রড ইট কংক্রিট বিক্রীর অভিযোগ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: সরকারি কোন অনুমতি ছাড়াই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপৃর গ্রামে খালে ড্রেজার দিয়ে ভরাট করে সরকারের নির্মিত জনগনের যোগাযোগের একটি ব্রীজ ভেঙ্গে তার রড ইট কণক্রিট বিক্রী করে ফেলেছে গ্রামের প্রভাবশালী হারুন মুন্সি। বৃহসপতিবার (২৮/১১) মিরপুর গ্রামের কবির মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত এ অভিযোগ করেন। সুত্র জানায়, মিরপুর গ্রামের আবু সামা মিয়ার বাড়ির পার্শ্বে নতুন বাজারের সাথে খালের উপর একখানা পাকা ব্রীজ ছিল। যেটি গ্রামের সাথে ইউনিয়ন ও উপজেলায় যোগাযোগের একটি অন্যতম রাস্তা। ওই গ্রামের ফজর আলীর ছেলে প্রভাবশালী হারুন মুন্সি কালক্রমে ড্রেজারেরবিস্তারিত
বিজয়নগরে দুদকের শিক্ষা উপকরন বিতরণ
বিজয়নগর সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুদকের উদ্যোগে শিক্ষা প্রতিষ্টানের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে ।আজ সোমবার দুপুরে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক কামরুল হুদা ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃ্ষ্ঞ হালদার ,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধূরী লিটন ,দফÍর সম্পাদক তানভির অমিত রাজিব,দুপ্রকের সাধারন সম্পাদক লিটন মিয়া ,সদস্য মো: জিয়াদুল হক বাবু প্রমুখ। এতে ৫ শিক্ষা প্রতিষ্টানে ছাতা,টিফিন বক্স,জেমিতি বক্স ও খাতা প্রদান করা হয়।