Main Menu

Wednesday, May 29th, 2019

 

হাঁস বেচে ঈদের জামা কিনবে সেই শিশুর দায়িত্ব নিতে চায় কাতার প্রবাসী রাজ রাজীব

আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি::হাঁস বেচে ঈদের জামা কিনবে মাসুদ এই শিরোনামে বাংলা নিউজে সংবাদ প্রচারের পর সেই শিশুর ঈদের কেনাকাটার দায়িত্ব নিতে চায় কাতার মোল্লা মোহাম্মদ রাজ রাজীব। তিনি জানান, এই শিশুর মাঝে হাজারো পরিবারের দরিদ্রতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।অনেক সময় আমরা কিছু দেখি আবার কিছু অজান্তে রয়ে যায়।বসা অবস্থায় শিশুটি হাঁস বিক্রির জন্য বসে আছে এই ছবিটি জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলা নিউজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।তিনি আরো জানান, শিশুটি পরনে স্কুল ড্রেস দেখে আমি খুব বিস্মিত হলাম। মুলত্য এই সুবাদে এই ঈদের শিশুটির কেনাকাটার দায়িত্ব নিতে চায়।জানা গেছেবিস্তারিত


পিস ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ইফতার অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত উদদৌলা খাঁন

সকলেরই উচিৎ এতিম শিশুদের কল্যাণে এগিয়ে আসা

ব্রাহ্মণবাড়িয়া’র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হায়াত উদ দৌলা খাঁন বলেছেন, পিস ভিশন বাংলাদেশ সুবিধা বঞ্ছিত এতিম কন্যাশিশুদের সাথে নিয়ে ইফতার করার যে আয়োজন করেছে তা খুবই প্রশংসনীয় এবং অনুসরনীয়। সমাজের বিত্তশালীসহ সকলেরই উচিৎ সরকারি শিশু পরিবারের নিবাসী এতিম কন্যাশিশুদের পাশাপাশি আরও যে সকল এতিম শিশুরা রয়েছে তাদের কল্যাণে এগিয়ে আসা । মুসলিম ধর্মীয় জীবনের সংযম সাধনার মাস মাহে রমজানের পবিত্রতা ও সংযম সাধনার মাহাত্মের প্রতি গুরুত্ব আরোপ করে হায়াত উদ দৌলা খাঁন আরও বলেন, রমজানের রোজার পবিত্রতা এবং সংযম সাধনার শিক্ষা আমাদের সবার দৈনন্দিন জীবনে ব্যবহার ও কাজে লাগাতেবিস্তারিত


নবীনগর পৌরসভায় কোটি টাকা ব্যায়ের ড্রেইন নির্মান করলেও পানি নিস্কাশনের জায়গা নেই

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রথম শ্রেণির পৌরসভার ৪ নং ওয়ার্ড থেকে শুরু হয়ে ২নং ওয়ার্ডে শেষ হওয়া কোটি টাকা ব্যায়ে ড্রেইেন নির্মানের বছর পেরিয়ে গেলেও পানি নিস্কাশনের সঠিক জায়গা খোজে পায়নি ড্রেইনটি। সরজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার সবচাইতে ব্যায়বহুল বড় ড্রেইন নির্মানের কাজ এটি। প্রায় ৬-৭ফিট গভীর এই ড্রেইনটি ৪নং ওয়ার্ডের নবীনগর ইচ্ছাময়ি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়ে শেষ হয় ২নং ওয়ার্ডের নবীনগর পশ্চিম পাড়ার শেষ অংশে গিয়ে। সেখানে দেখা যায়, ড্রেইনটির ডানে বাড়িঘড়,বামে রাস্তা ও সামনে একটি বিশাল বালি ব্যবসায়ীদের বাঁধ। মাত্র একটিবিস্তারিত


কসবা পৌরসভা ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ শুরু করেছে

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব দু:স্হ অসহায় নারী পুরুষের মাঝে ভিজিএফ চাউল  বিতরণ করা হয়। প্রায় ৪৪মেট্রিক টন এবছর কসবা পৌরসভার ৯টি ওর্য়াডের গরীব অসহায় মানুষের জন্য এই চাউল করা হচ্ছে। বুধবার সকাল থেকে বিনামূল্যে চাউল বিতরণ করেন কসবা পৌরসভা। এই সময় কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল,পৌর সচিব আয়েশা আক্তার,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,হিসাব রক্ষ্যক বশীর চৌধুরী,পৌর কাউন্সিলর জসীম উদ্দিন,হেলাল সরকার,রগুু মিয়া প্রমুখ উপস্হিত ছিলেন। পৌরসভার ৯টি ওর্যাডের প্রতিটি নারী পুরুষের মাঝে ১৫ কেজি করে চাউল বিতারণ করা শুরু করেছেন।