Monday, October 22nd, 2018
ব্রাহ্মণবাড়িয়ায় মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি
সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মানহানি মামলা দায়ের করেছেন এক নারী সাংবাদিক। সোমবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি আয়েশা আহম্মদ লীজা মামলাটি দায়ের করেন।মামলাটি আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
নবীনগরে অস্ত্রসহ গ্রেফতার- ১
নবীনগরপ্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মো. শিপন (২৬) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাব-১৪ (ভৈরব)। সোমবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি ও নবীনগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব- ১৪ এর একটি দল শনিবার রাতে নবীনগরের নূরজাহানপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় সৈয়দ ভূইয়ার পরিত্যক্ত বাড়ির সামনে থেকে ওই গ্রামের মাদক স¤্রাট মনেক মিয়ার ছেলে শিপনকে আটকবিস্তারিত
‘রাজাকারের উত্তরসূরীরা মুক্তিযোদ্ধা ও সরকার ধ্বংসের ষড়যন্ত্র করছে’
সরাইল প্রতিনিধি ॥ এখানে রাজাকারের উত্তরসূরীরা মুক্তিযোদ্ধার ভূয়া সনদ নিয়ে সরকারের বড় চাকুরি করেছে। আবার এরাই লক্ষ্যপূরণ না হলে অত্যন্ত কৌশলে মুক্তিযোদ্ধা ও বর্তমান সরকারকে ধ্বংসের হীন ষড়যন্ত্র করছে। এদের কোন দল নেই। সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংবাদিক সম্মেলনে উপরোল্লেখিত কথা বলেছেন মুক্তিযোদ্ধারা। যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সরাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য যতীন্দ্র মোহন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সরাইল উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবদুল হালিম। লিখিত বক্তব্য পাঠ করেন কমান্ডার মো. ইসমত আলী। পরিচালনা করেন – ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা এ আইবিস্তারিত
কসবায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সোমবার দুপুর ১১টা থেকে স্ব স্ব বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেন। কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কর দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন। মানবন্ধনে কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফাতা মো: নিহালসহ প্রমুথ বক্তব্য রাখেন। এই সময় বিদ্যালয়ের শিক্ষক মো: সফিকুল ইসলাম,আ:হান্নান,মো:ইকবাল হোসেন পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।
কসবায় নিবন্ধিত জেলেদের আয় বর্ধনমূল তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ে বৃহওর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয় বর্ধনমূল কার্যক্রম বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সমাপনি হয়েছে। সোমবার দুপুরে এই তিন দিনের প্রশিক্ষণে মোট ৬০জন পৃথক পৃথক ভাবে ২০জন করে নিবন্ধিত জেলে অংশ গ্রহণ করেছেন। কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন ফেরদৌসী রাখী প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনি পশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,সহকারী মৎস্য কর্মকর্তা দেওয়ান মো: নজরুল ইসলাম প্রমুখ।