Main Menu

Friday, April 20th, 2018

 

নেপালের রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, কপালজোরে প্রাণে বাঁচলেন ১৩৯ যাত্রী

কয়েক দিনের ব্যবধানেএকই আতঙ্ক ফিরল নেপালের ত্রিভূবন বিমানবন্দরে। আবারও রানওয়ে থেকে ছিটকে গেল বিমান। তবে, এবার কপালজোরে প্রাণে বেঁচে গেলেন ১৩৯ যাত্রী। ঘটনায় প্রকাশ, গতকাল রাত দশটা নাগাদ টেক-অফ করার সময় কাঠমান্ডু থেকে কুয়ালা লামপুরগামী মালয়েশিয়ার একটি বিমান রানওয়ে থেকে ছিটকে যায়। কপালক্রমে, চাকা আটকে যায় কাদা-মাটিতে। যার জেরে কোনওমতে রক্ষা পান বিমানে থাকা ১৩৯ যাত্রী। বোয়িং ৭৩৭-৯০০ বিমানটিতে চার ক্রু সদস্য সহ ১৩৯ জন ছিলেন। জানা গিয়েছে, টেক-অফ করার ঠিক আগের মুহূর্তে ককপিটের মধ্যে কোনও সন্দেহজনক বস্তু নজরে আসায় উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেন পাইলট। কিন্তু, ততক্ষণে রানওয়েতে বেশবিস্তারিত


কসবায় জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ॥ মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২০১৮কে সফল করার জন্য কসবায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহম্পতিবার সন্ধ্যায় কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দীয় যুগ্ম মহাসচিব নুরুল আলম ভূইয়া। এই সময় বক্তব্য রাখেন কামাল উদ্দিন,আলমগীর হোসেন,গোলাম হাক্কানী,সাংবাদিক এস এম নাছির উদ্দিন,আবদুল হাই ,দুলাল মিয়া প্রমুখ। এছাড়া ও বুড়িটং ছয়গ্রাম,কুমিল্লা অশোকতলা রেল গেইট মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে মিশন অনুষ্ঠিত হয়। পরিশেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।