Tuesday, December 19th, 2017
মহান বিজয় দিবস উপলক্ষ্যে উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীট উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন। তিনি বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের যদি আমরা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিজয়ের সঠিক ইতিহাস জানাতে পারি তাহলেই তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত হবে। আর দেশপ্রেম জাগ্রত হলেই তারা দেশকে এবং দেশের মানুষকে ভালবাসবে। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্য আরো বলেন, তোমরাই আগামীদিনের ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজে আলোকিত মানুষ হবে ও দেশকে আলোকিত করবে। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতিবিস্তারিত
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা, দোয়া ও মিলাদ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যেঅগে গত ১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ১১৭৭টি অফিস, সাব অফিস ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষক কার্যক্রমের কেন্দ্রসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১১৪২টি কেন্দ্রে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সকাল সাড়ে ৭টায় মিলাদ, দোয়া ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০৫টি ইউনিয়ন ও পৌরসভায় সকাল সাড়ে ৯টায় রচনা, কেরাত, হামদ নাথ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, উপস্থিত বক্তৃতা ও বিস্কুট দৌর ৬টি বিষয়ে ৮টি গ্র“পে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হ। এতে গণশিক্ষার প্রাক- প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষার শিক্ষার্থী সহবিস্তারিত
নবীনগর বাইশমৌজার ব্রিজ না হওয়ায় এলাকাবাসী দুর্ভোগ
বাইশমৌজা বাজারের উত্তর সীমানায় পাগলা নদীর উপর শুধু খুটি নিয়ে দাঁড়িয়ে আছে। বাইশমৌজার বিশাল গরুর হাট দেশের বড় বড় হাট গুলোর অন্যতম একটি। তাছাড়া এলাকায় উৎপাদিত কৃষিপণ্যের কাঁচামালের বিশাল বাজারও বটে। নবীনগর থেকে আশুগঞ্জ জেলা বোর্ডের রাস্তাটির অন্যতম একটি ব্রিজ এটি। এ ব্রিজটি না হওয়ায় দীর্ঘকাল ব্যাপী এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। এ প্রতিক্ষিত সেতুটি নির্মিত হলে গোটা এলাকার আমূল পরিবর্তন হবে। উন্নয়নের ছোয়া পরিলক্ষিত হবে। তাই এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরনে ব্রিজটির নির্মান কাজ সু-সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।