Main Menu

Sunday, December 17th, 2017

 

আগামী নির্বাচন হবে মুক্তিযদ্ধের চেতনা রক্ষার নির্বাচন- আখাউড়ায় স্বাস্থ্যমন্ত্রী নাসিম

আগামী নির্বাচন হবে মুক্তিযদ্ধের চেতনা রক্ষার নির্বাচন বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। দুপুরে ব্রহ্মণবাড়িয়ার আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করুন। দেশের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সবই করছেন। ৭০ এর নির্বাচনে যদি জনগণ ভুল করতো তা হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সেই নির্বাচনে দায়িত্ব পালন করবে। সেইবিস্তারিত


শ্রদ্ধা-ভালোবাসায় মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মন্ত্রী ছায়েদুল হক

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক। তিন দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। রবিবার বেলা সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দেয়া হয়। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। লাল-সবুজের জাতীয় পতাকায় মুড়ে দেয়া হয় কফিন। গার্ড অব অনার শেষে এ মাঠেই তাঁর দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আসা সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।বিস্তারিত


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন গভীর শোক প্রকাশ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব এডঃ মোঃ ছায়েদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন । বিবৃতিতে তিনি বলেন, ছায়েদুল হক ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক রাজনীতিবীদ, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট রাজনৈতিকসহচর, ছিলেন মহান মুক্তিযুদ্ধের অকুতভয় বীর সৈনিক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ৫ পাঁচবার সংসদ সদস্য ও ১ বার মন্ত্রী হয়েও তিনি অত্যন্ত্য সাদামাটা জীবন যাপন করেছেন। তিনি আজীবন গরিব দুঃখী মেহনতী মানুষের সেবা করেগেছেন। সত্য ও ন্যায়ের পথে তিনি ছিলেন আপোষহীন এক নেতা। তাঁর মৃত্যুতেবিস্তারিত


নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুক গ্রামে গত শুক্রবার দুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামের মনির হোসেনের ছেলে। জানা যায়, আব্দুল্লাহ সকালে বাশারুক গ্রামের নানার বাড়ির রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। অপরদিকে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা নামক স্থানে গত শুক্রবার বেলা পৌনে একটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিপন বিশ্বাস (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত ও সাথে থাকা ফুফাতো ভাই নিশাত চন্দ্রবিস্তারিত


নবীনগরে বিজয় দিবস উদযাপিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন সাবেক সাংসদ এডঃ শাহ জিকরুল আহামেদ খোকন, উপজেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল,ওসি আসলাম সিকদার,আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়াও সকাল সারে ৮টায় নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে জাতীয় সংগীতের মাধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


নাসিরনগরে ছায়েদুল হকের দ্বিতীয় জানাজায় মানুষের ঢল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে গার্ড অব অনার প্রদান করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে ছায়েদুল হকের জানাজা উপলক্ষে লাখো মানুষের ঢল নামে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে খেলার মাঠটি। জানাজার শুরুতে বাবার জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন মন্ত্রীপুত্র ডা. রায়হানুল হক।বিস্তারিত


সংসদ প্লাজায় ছায়েদুলের প্রথম জানাজা

প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সোয়া আটটার দিকে তার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। জানাজায় অংশ নেন- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোয়ায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, রেলমন্ত্রী মুজিবুল হকম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহবিস্তারিত