Saturday, September 30th, 2017
দৃশ্যমান পদ্মা সেতু
অনেক বিতর্ক আর বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনা এবং অর্থায়নেই বাস্তবের মুখ দেখছে পদ্মা সেতু৷ শনিবার সেতুর প্রথম স্প্যান বসানো হয়েছে৷ এভাবে ৪১ টি স্প্যানে পূর্ণাঙ্গ হবে এই সেতু৷ আগামী বছরই পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার কথা৷ শরিয়তপুরের জাজিরা পয়েন্টে শনিবার সকালে সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানো হয়৷ সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্প্যান বসানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন৷ সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘অস্থায়ীভাবে বেয়ারিংয়ের ওপর এই স্প্যান বসানো হলো৷ পরে সুবিধাজনক কোনও এক সময়েবিস্তারিত
নাসিরনগরে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম শুরু
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর ইউনিয়নে গত ১৫ তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি তোলা কাজ শুরু হয়েছে। সারা দেশের ন্যায় নাসিরনগরেও তথ্য সংগ্রহের পর ভোটারযোগ্যদের ছবি ও আঙুলের ছাপ নেয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছে। এর আগে বাড়ি বাড়ি গিয়ে যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। জানা গেছে, ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। এখন তিন ধাপে নিবন্ধন চলবে। এবার যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে তাদের ভোটার করা হয়েছে হালনাগাদে। বর্তমানে ১০ কোটি ১৮ লাখেরও বেশি ভোটার রয়েছে তালিকায়। তবেবিস্তারিত
নবীনগরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন কাজী মোর্শেদ হোসেন কামাল
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ঢাকা মহানগর (দক্ষিন) আ.লীগের সাংগঠনিক সম্পাদক,জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ এড.কাজী মোর্শেদ হোসেন কামাল বলেছেন বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্ঠান্ত। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। শারদীয় উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়। এখানে সকল ধর্মের মিলন মেলায় পরিণত হয়।ধর্ম যার যার আর উৎসব সবার। দেশ ও জাতির তথা এ অঞ্চলের মানব কল্যাণে সবাই মিলে মিশে আমরা কাজ করছি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের অন্যতম রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতীর জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে আরেকবার দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। তিনিবিস্তারিত
রোহিঙ্গা মুসলমানদেরকে গণহত্যা: ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির মানবন্ধনে
মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমানদেরকে গণহত্যা ধর্ষণ অগ্নিসংযোগ অমানুষিক নির্যাতন ও জাতীগত নিধনের প্রতিবাদে এবং রোহিঙ্গা মুসলমানদের নিজ ভূমিতে পূর্ণবাসন ও ফিরিয়ে নেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইট্স রিভিউ সোসাইটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল এর সভাপতিত্বে মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সর্বস্থরের জনগণ স্বতঃর্স্ফুত ভাবে অংশ গ্রহণ করেন। উক্ত কর্মসূচিতে সংগঠনের জেলা চেয়ারম্যান আলহাজ্¦ এডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল তার বক্তব্যে জাতিসংঘ সহ বিশ্ব সম্পদায়ের প্রতি ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবিসমূহ যথাঃ (১) মায়ানমারের আরাকানেবিস্তারিত
স্মৃতির খেলাঘরে এক মহা-মিলনমেলা
তাজুল ইসলাম হানিফ :আমাদের পাশের বাড়ির এক প্রফেসর। তাঁর বাড়ীতে প্রায়-ই যাওয়া হত। তো একদিন একটি বই আমার নজর কাড়ল। আমি ঐ সম্মানিত প্রফেসরকে জিজ্ঞাসা করলাম এইটা কি বই ? তিনি আমায় বললেন তুমি ঐ সব বুঝবে না, ঐ সব হাতা-হাতি করবে না। আমি তাঁকে জোর করে বলি ঐটা কি বই, কি লেখা আছে সেখানে ? কিন্তু স্যার আমায় বলবে না বলে ধমক দেই। আমিও নাছোড়বান্দা। আমি স্যারকে বললাম, আমায় না বললে আমি এখান থেকে যাবো না। তারপর, স্যার বললেন, এই বইটা হল বিসিএস পাশ করার বই, এই ধরনের বইবিস্তারিত