Thursday, September 14th, 2017
আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ,আহত ২৫,লুটপাট,ভাংচুর
ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের কিচকিবাড়ি ও লতিফবাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা ১টার দিকে চরচারতলা গ্রামের লতিফবাড়ির সোহরবা মিয়ার ছেলে সজিবের নেতৃত্বে ১০/১২জনের একটি সংঘদ্ধদল আশুগঞ্জ গোলচত্বরে একই গ্রামের কিচকিবাড়ির খালেক মিয়ার ফলের আড়তে অতির্কত হামলা করে আড়তে ভাংচুর ও লুটপাট করে । এখবর ছড়িয়ে পড়লে দুপর ২টায় একই গ্রামের কিচকিবাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ৮৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপবিস্তারিত
নবীনগরের শিবপুর উচ্চ বিদ্যালয়ে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
দুনীর্তি দমন কমিশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচচ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রায় ২হাজার খাতা ও ৩৬১টি জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শিক্ষা ও আইসিটি আসাদুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন, ইউপি চেয়ারম্যান শাহীন সরকার, মোঃ মুছা প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে দুনীতি বিরোধী সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।
রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে : জাতিসংঘ
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা বছর শেষে ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর শীর্ষ দুই কর্মকর্তা কক্সবাজারের রোহিঙ্গা শিবির ও সার্বিক পরিস্থিতি স্বচক্ষে দেখে এসে এ আশঙ্কার কথা জানিয়েছেন। তাদের মতে, প্রতিদিন ১০ থেকে ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। এই ধারা অব্যাহত থাকলে ও মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বছর শেষে ১০ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ বর্তমানে কঠিন সময় পার করছে। ইউএনএইচসিআর ও আইওএমের দুই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফরে এসেবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার টাউন খাল পরিস্কার অভিযান কার্যক্রম পরিদর্শন করলেন মেয়র নায়ার কবির
‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ কার্যক্রমের অংশ হিসেবে টাউন খাল পরিস্কার অভিযান কার্যক্রম পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে আকস্মিকভাবে এ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পৌরসভার প্রকৌশল বিভাগকে খাল পরিস্কার কার্যক্রমটি অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। পাশাপাশি তিনি খালের দু পাশে বসবাসরত নাগরিকদের খালে ময়ল আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ,বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়া ইয়াবা সহ মাদক ব্যবসায়ি অাটক
ব্রাহ্মণবাড়িয়া ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো.জামাল মিয়া (৪৮) নামে এক মাদক ব্যবসায়িকে অাটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে শহরের দক্ষিণ পৈরতলার বাসা থেকে তাকে অাটক করা হয়। অাটক জামাল মৃত মজনু মিয়ার ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ি জামালের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে অাটক করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নবীনগরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” -এ শ্লোগানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কর্তৃক আয়োজিত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ২০১৬-২০১৭ অর্থ বছরের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন -এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন শাহান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম। প্রতিষ্ঠান প্রধানবিস্তারিত
নবীনগর আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রউফ আর নেই
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারী, সাবেক আহবায়ক, বিশিষ্ট ঠিকাদার, গোপালপুর গ্রামের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭৫) গতকাল রাত ১:৩০ মিনিটে ঢাকাস্থ (ফার্মগেট) নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহে ………. রাজিউন)। মৃত্যুকালে তিনি এক (১) ছেলে, দুই (২) মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আওয়ামী রাজনীতির প্রাণ পুরুষ এই মহান নেতার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ ফয়জুর রহমানসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাদ যোহর মরহুমার জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হয়।
‘রোহিঙ্গারা বিপর্যয়কর মানবিক পরিস্থিতির সম্মুখীন’
অবজারভার অনলাইন ডেস্ক:: মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের একটি সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, মিয়ানমারে দশকের পর দশক ধরে যে উৎপীড়ন চলছিলো তা এখন এমনই দশায় পৌঁছেছে যে, মিয়ানমারের সীমানা ছাড়িয়ে তা এখন আঞ্চলিক অস্থিরতার কারণ হয়ে ওঠেছে। সেখানে মানবিক অবস্থাও ‘বিপর্যকর’।’ এ রকম পরিস্থিতিতে মানবিক সহায়তা দেয়ার জন্য বিশ্বের সকল দেশকে আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। বৈঠকে নিন্দা জানানোর পাশাপাশি সেখানে সেনাবিস্তারিত
জাপানকে পরমাণু বোমা মেরে সমুদ্রে ডোবানো হবে : উত্তর কোরিয়া
আরও চড়া স্বরে যুদ্ধের প্ররোচনা দিতে শুরু করল উত্তর কোরিয়া। জাপানে বিধ্বংসী পরমাণু হামলা চালানোর হুমকি দেওয়া হল এ বার। কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটির এক মুখপাত্রকে উদ্ধৃত করে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে পরমাণু হামলার পক্ষে সওয়াল করা হয়েছে। জাপানের চারটি বৃহৎ দ্বীপকে (হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু) পরমাণু অস্ত্রের আঘাতে এ বার সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত বলে ওই মুখপাত্র মন্তব্য করেছেন। ‘‘পরমাণু বোমা মেরে ওই দ্বীপপুঞ্জের (জাপান) চারটি দ্বীপকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত।’’ উত্তর কোরিয়ার মুখপাত্র এই কথাই বলেছেন। পরমাণু অস্ত্রের যে আস্ফালন উত্তর কোরিয়া দেখাচ্ছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল অত্যন্তবিস্তারিত
আশুগঞ্জে যাত্রীসহ উল্টে গেল এনা পরিবহন
ঢাকা-সিলেট মহাসড়কের আতঙ্ক এনা পরিবহনের বাস। এনার চালকদের অদক্ষতা আর বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩৬ কিলোমিটার অংশে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় মরছে সাধারণ মানুষ। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। সর্বশেষ বুধবার দুপুর সোয়া ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোলচত্বর অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময়বিস্তারিত