Saturday, July 8th, 2017
নবীনগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাপের কামড়ে বন্যা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৬ই জুলাই) রাতে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। বন্যা আক্তার মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের সাজু মিয়ার মেয়ে। নিহতের পরিবার জানায়, বন্যা আক্তার রাতের খাবার শেষে বাড়ির টিউবওয়েলে থালা-বাসন ধুতে যায়। ওই সময় পাশের ইটের স্তূপে থাকা একটি সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে কলেজছাত্রী ছুরিকাঘাত
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় সোনিয়া আক্তার নামে কলেজছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে। আজ শনিবার দুপুরে পৌর এলাকার কালীবাড়ির মোড়ে জে এস ডেন্টাল পয়েন্টে এ ঘটনা ঘটে। সোনিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের মলাই মিয়ার মেয়ে। তিনি সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আহত সোনিয়া জানান, দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তানভীরের সাথে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় ফোন করে সে বিয়ের প্রস্তাব দেয়। এসব বিষয় তানভীরের বাবা-মাকে জানানোবিস্তারিত