Tuesday, July 4th, 2017
সীমান্তকে শতভাগ সুরক্ষা এবং আলোকিত সীমান্ত গড়াই বিজিবির প্রধান লক্ষ্য: মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহা পরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, মাদক এবং সন্ত্রাস দ্ইু দেশের জন্যই ক্ষতিকর। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে বুঝানোর চেষ্টা করেছি মাদক যারা পাচার করে এরা আমাদের দেশের জন্য যেমন ক্ষতি, তাদের দেশের জন্যও ক্ষতি। সন্ত্রাসীরাও উভয় দেশের জন্য ক্ষতিকারক। তারা (বিএসএফ) বিষয়টা বুঝতে পেরেছে। মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দরের বিজিবির আইসিপি পরিদর্শনে এসে বিএসএফ’র সাথে সৌজন্য স্বাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক আরও বলেন, উভয় দেশেই কিছু দুষ্টু লোক আছে। তাই কিছু ঘটনা ঘটে যাচ্ছে। এসব ঘটনা রোধে আমরা চেষ্টা করেবিস্তারিত
নাসিরনগরে কৃষকের মৃত্যুর জের: ভাংচুর, লুটপাট -গ্রেপ্তার আতংকে গ্রামবাসী।
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি: রসুলপুর গ্রামের বাসিন্দা মুবিনা আক্তার। সে ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রী। মুবিনা এ প্রতিনিধিকে বলেন, গত ৭ দিন যাবৎ স্কুলে যেতে পারছিনা। আমাদের গ্রামের শাহেদ মিয়ার ছেলে তারেক মিয়া(৩০) আমি স্কুলে যেতে চাইলে আমায় মারধর করে। গত বৃহস্পতিবার আমি স্কুলে যেতে রাস্তায় বের হই। তখন সে আমায় টিজিং সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে সকলের সামনেই সে আমার কান থেকে স্বর্নের জিনিস খুলে নেয়। পথচারীরা বাধাঁ দিতে চাইলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। তার পর আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসি। মুবিনা আক্ষেপের সুরে বলেন,বিস্তারিত
কাতারে শহিদুল হক মামার প্রথম জানাযা অনুষ্ঠিত
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ বেদনাবিধুর পরিবেশে কাতারে অনুষ্ঠিত হল বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার প্রথম জানাজা। সোমবার( ৩ জুন) বিকেল চারটায় আবু হামোর মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদসহ,বীরমুক্তিযোদ্ধাসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা। গত দু মাসের বেশি সময় ধরে কাতারের ওয়াকরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ জুন শুক্রবার দুপুরে তিনি মারা যান। তার মৃত্যুর খবরে কাতার প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার রাতে তার মরদেহ কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৪০ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। মরহূমের ছেলে খালেদ বিন হক শূভ জানান,মঙ্গলবার ভোর সাড়েবিস্তারিত