Sunday, June 25th, 2017
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের জামাত সকাল ৮টায়
চাঁদ দেখা গেছে, কাল খুশীর ঈদ
রমজানের রোজার শেষে খুশির সওগাত নিয়ে এলো ঈদ উল ফিতর। রবিবার ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদুল ফিতরে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে একই সময় ঈদের প্রধান জামাত জেলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের টেংকের পাড় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়, ভাদুঘর শাহী জামে মসজিদ প্রাঙ্গণ, ভাদুঘর ফাটা পুকুরপাড় ঈদগাহবিস্তারিত
নাসিরনগরে সোয়ানের ইফতার মাহফিল ও বার্ষিক বস্ত্র বিতরণ অনুষ্ঠান
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি :নাসিরনগরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নূরপুর(সোয়ান) এর উদ্যোগে আয়োজিত ৯ম বার্ষিক বস্ত বিতরণ ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠান আজ রবিবার নুরপুর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো: মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন ১০ নং গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হাসান খা। নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধক্ষ শান্ত। মুক্তি যোদ্ধা আজহারুল হক। সাবেক ছাত্রলীগ সভাপতি মো: বশির আল হেলাল। প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আকবর হোসেন শ্যামল। অনুষ্ঠানে ১০০ জন অসহায়বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট
পূর্ববিরোধের জের ধরে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, দুবলা গ্রামের আবদুল আওয়াল শাহ্ মাজার নিয়ে সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ্ আল মামুনের সাথে একই গ্রামের রাহাত মিয়ার বিরোধ চলছিল। সম্প্রতি মাজারের ওরসে গান-বাজনা করতে নিষেধ করায় মামুনের সাথে রাহাতের বাক-বিতণ্ডা হয়। এ নিয়ে গত ২৫ মে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামাল মিয়া নামে মামুনের এক সমর্থক নিহত হন।বিস্তারিত
বাঞ্ছারামপুরে ৫ অপহরণকারী আটক
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার বিভিন্ন স্থানে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে আটক করেছে র্যাব । আটককৃতরা হচ্ছেন- মো. আল-আমিন (৫০), পিতা- মো. রব্বান মিয়া, সাং-দশদোনা, মো. সাব মিয়া (৪০), পিতা- ছন্দু মিয়া, সাং- দশদোনা, মো. শরিফ (৪০), পিতা- মো. রুপ মিয়া, সাং- মরিচাকান্দি, শফিক (৪০), পিতা- মো. জলিল মিয়া, সাং-আইযুবপুর ও মো. শফিকুল ইসলাম (৩২), পিতা- মো. তাজুল ইসলাম, সাং-দশদোনা, সর্বথানা-বাঞ্ছারামপুর। তাদেরকে সাতটি মোবাইলসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামিদের দেওয়া তথ্য মতে এ অপহরণকারী চক্র সারাবিস্তারিত