Thursday, February 9th, 2017
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আকষ্মিক পরিদর্শন করলেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ডিসি বনমালী ভৌমিক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আইসিটি বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বনমালী ভৌমিক বলেছেন, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের মাধ্যমেই সাংবাদিক ও প্রশাসন একে-অপরের পরিপূরক হিসেবে কাজ করে। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা সবসময় ভাল কাজে প্রেরণা যুগিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থানকালে নানা ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, কর্মকালীন সময়ে দায়িত্ব পালনে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সহায়ক ভূমিকা ছিল। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আকষ্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পরে তিনি তাঁর অধিদপ্তরের একটি উপহার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতিবিস্তারিত
প্রেসক্লাব সংবর্ধনা দেয়া মানে সকলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া_ জেলা প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, আইন শৃঙ্খলা উন্নয়নের পূর্বশর্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠভাবে নিয়ন্ত্রণ করতে পারলে উন্নয়নের চাকা পরিবর্তন করা সম্ভব। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ার জনবান্ধব পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম দ্বিতীয়বারের মতো পিপিএম পদকে ভূষিত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রাণঢালা অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক আরো বলেন, আজকে যাকে সংবর্ধিত করা হচ্ছে তিনি জেলা পুলিশের প্রধান। তাঁর পদকপ্রাপ্তিতে আমরা গর্বিত। প্রেসক্লাব সংবর্ধনা দেয়া মানে সকলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া। প্রেসক্লাব সকলের প্রতিনিধিত্ব করে। প্রেসক্লাববিস্তারিত
বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়ানে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের শোক
বর্ষীয়ান রাজনীতিবীদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে পরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ, সাধারণ সম্পাদক অমরেন্দ্র লাল রায়, সাংগঠনিক সম্পাদক প্রদ্যোৎ নাগ ও প্রচার সম্পাদক প্রবীর চৌধুরী রিপন প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ শোক বার্তায় উল্লেখ করেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন জাতির বিবেক। বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তিনি চিরস্মরণীয় নাম। বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি মাটি ও মানুষের কাছাকাছি থেকেছেন। জাতীয় রাজনীতিতে তাঁর মতোবিস্তারিত
৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অনুকুলে অধিগ্রহণকৃত জমি হস্তান্তর
প্রেস বিজ্ঞপ্তি ::৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সদর দপ্তর স্থাপনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর নামক স্থানে প্রস্তাবিত ২৫ এক জমির মধ্যে অধিগ্রহণকৃত ১৫.৫৩ একর জমি অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়ীয়া কর্তৃক অধিনায়ক, ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অনুকুলে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত জমি হস্তান্তর/গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল গাজী মোঃ আহসানুজ্জামান, এসপিপি, জি সেক্টর কমান্ডার, বিজিবি কুমিল্লা, অধিনায়ক ১২ ও ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়ীয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ব্রাহ্মণবাড়ীয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
নাসিরনগরে নাসিরনগরে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু।।।।
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি:জেলার নাসিরনগরে গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের ৫ম শ্রেণির ছাত্র মাইউদ্দিন(১১) নির্মাণাধীন একটি ব্রীজের গর্তে পড়ে যায়। সে গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের শরীফ মিয়ার একমাত্র ছেলে।এলাকার স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমি সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনন করেছি।
নাসিরনগরে প্রাক্তন শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।।
এম.ডি.মুরাদ মৃধা:নাসিরনগর প্রতিনিধি: আজ দুপুর ১:৩০ মিনিটে তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কেশব চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ইকবাল মিয়া, উপজেলা শিক্ষা অফিসার, নাসিরনগর। বিশেষ অতিথি মো: শাহাজান ভূইয়া, ইউআরসি ইনস্টাক্ট্রর, নাসিরনগর। মো: রবিউল আলম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, নাসিরনগর। প্রধান শিক্ষক মো: নাজমুল হুদা,সন্জয় কুমার দেব, কৃষ্ণা রানী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিশ্ব বিখ্যাত ক্বারীদের কলরব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা
বিশ্বের শীর্ষ ক্বারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কলরব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। গতকাল কসবা পুরাতন বাজার সুপার মার্কেট প্রাঙ্গণে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৭ উপলক্ষ্যে বিশ্বের সেরা ক্বারীগণ ব্রাহ্মণবাড়িয়ায় আগমন করায় অতিতের ধারাবাহিকতায় এবারো শায়খ ক্বারী আব্দুল বাসিত রহ. রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন – কলরব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের ফুল দিয়ে উষ্ণ মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন “কলরব” ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ ওবাইদুল হক ও প্রতিষ্ঠাতা আহবায়ক শাহ মোহাম্মদুল্লাহ। ফুলেল শুভেচ্ছায় সিক্ত ক্বারী ছাহেবগণের মধ্যে ছিলেন (প্রদত্ত ছবির ডান দিক থেকে) মিশরের শায়খ মুহাম্মাদবিস্তারিত