Friday, July 15th, 2016
ফিরতে চাচ্ছেন ভারতে চলে যাওয়া ছিটমহলের বাসিন্দারা:: উদ্বিগ্ন ভারতীয় প্রশাসন
ভারতীয় হয়েও স্বাধীনতার পরে ৬৯ বছর নাগরিকত্ব ছিল না এঁদের। নভেম্বরে ভারত ও বাংলাদেশের স্থলসীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পর নাগরিকত্বের খোঁজে এঁরা চলে এসেছিলেন মূল ভূখণ্ডে। কিন্তু অভিযোগ উঠেছে, কয়েক মাসেই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে বাংলাদেশে ফিরতে চাইছেন অনেকে। এমন খবর পেয়ে নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক। কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা জানতে চেয়ে এ বার পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বর্ডার ম্যানেজমেন্ট বিভাগের অধিকর্তা। কোচবিহারের জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। নবান্নে পাঠানো সেই বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তা যা লিখেছেন, তা দেখে নড়ে বসেছে প্রশাসনের শীর্ষ মহল।বিস্তারিত