Saturday, July 9th, 2016
ঈদের ছুটি শেষে আখাউড়া স্থল বন্দরে আমদানি- রফতানি শুরু
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৫ দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি- রফতানি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে মাছ পাথরসহ বিভিন্ন পন্য ভারতে রফতানি হচ্ছে। শ্রমিকদের মাঝে কর্ম-চাঞ্চল্য ফিরে এসেছে। দুই দেশের পণ্যবাহী ট্রাকগুলো মালামাল পরিবহন করছে। এর আগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিনের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। এ ছাড়া সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবারও পণ্য আমদানি রফতানি বন্ধ:ছিল। তবে এই ছুটিতে বিশেষ ব্যবস্থায় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।