Sunday, May 15th, 2016
আজ বিশ্ব পরিবার দিবস। একক নাকি যৌথ পরিবার, সন্তানের জন্য কোনটা ভালো ?
‘আমাদের ছোটবেলাটা অন্যরকম ছিল। জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো সব ছোটবেলার। আমরা সব ভাইবোন আর চাচাদের ছেলেমেয়েরা একসাথে এক বাড়িতে এক ছাদের নিচে বেড়ে উঠেছি। ‘আমার’ বলে কিছু ছিল না, সব ছিল ‘আমাদের’। দাদারা বেঁচে না থাকাই বড় চাচাই ছিলেন পরিবারের প্রধান। আমরা কি পড়ব, কি করব- সবকিছু মা-বাবা চাচার সঙ্গে ঠিক করে করত। এখনকার ছেলেমেয়েরা সেই পরিবেশ পেল না পাচ্ছে না, অবশ্যই একদম পাচ্ছেনা বললেই চলে। যৌথ পারিবারিক কাঠামো ভেঙে একক পরিবারের মাঝেই এখন মানুষ স্বস্তি খুঁজছে, স্বাধীনতা খুঁজছে। কিন্তু সত্যিই কী মিলছে, স্বস্তি, স্বাধীনতা এমন প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে সহজবিস্তারিত