Monday, February 22nd, 2016
পৌর নির্বাচেন এখন পর্যন্ত ৪৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে রিটানিং কর্মকর্তার নিকট আজ সোমার দুপুর পর্যন্ত আওলামীলীগ-বিএনপির প্রার্থীসহ ৪৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর মেনানয়ন পত্র দাখিল করেন। দুপুর সাড়ে ১২টায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির মনোনোয়ন পত্র দাখিল করেছে। এর মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬ জন এবং ১২ টি ওয়ার্ডে ৩৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা বশিরুল হক ভূইয়া জানান,বিস্তারিত
বিজয়নগরে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯৩ পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরা আখাউড়া মহাসড়কে অভিযান চালায় পুলিশ। ওই সময় চান্দুরা সিএনজি ষ্টেশন এলাকা থেকে মো: রাজু মিয়া ইয়াবাসহ আটক করা হয়।রাজু সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত রহিচ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
পৌর নির্বাচন, নায়ার কবির ও কচি মোল্লাসহ ৩৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে এখন পর্যন্ত ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার সকালে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর মোননয়ন পত্র দাখিল করেন।এর পর পর দলীয় কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি মনোনিত প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪ জন এবং ৯ টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। রিটার্নিং অফিসার বশিরুল হক ভূইয়া বলেন, বিকেল পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেয়া হবে।
ইউপি নির্বাচন:: বাঞ্ছারামপুরে ছয় ইউনিয়নে আ.লীগের ১১ ‘বিদ্রোহী’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হলেও ছয়টিতে দলের অন্তত ১১ জন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। বিএনপি নয়টিতেই একক প্রার্থী চূড়ান্ত করে তাঁদের মনোনয়নপত্র দিয়েছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলের প্রার্থী চূড়ান্ত করা হলেও ছয়টি ইউনিয়নে অন্তত ১১ জন ‘বিদ্রোহী’ হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। তাঁরা হলেন তেজখালী ইউপির চেয়ারম্যান গাজী ফাইজুর রহমান, আওয়ামী লীগের সমর্থক মো. মহসীন মিয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জহর মিয়া, আওয়ামী লীগের সমর্থক মো. ইকবাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ,বিস্তারিত