Main Menu

Monday, November 9th, 2015

 

নাসিরনগরে বাক-প্রতিবন্ধী বৃদ্ধ খুন, অন্তরালে রহস্যে ঘেরা !

নাসিরনগর(ব্রাক্ষনবাড়িয়া) প্রতিনিধি:: ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে এক বাকÑপ্রতিবন্ধী বৃদ্ধ খুন। এ ঘটনার অন্তরালে রহস্যে নিয়ে এলাকায় ব্যাপক চানঞ্চল্যের সৃষ্টি হয়েছে । ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টায় ফান্দাউক মাছ বাজার সুইপার কলোনিতে। খুন হওয়া বাক-প্রতিবন্ধী শহীদ(৫৫)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচড় উপজেলা। দীর্ঘ দিন যাবত সে নাসিরনগর উপজেলা সদর, চৈয়ারকুড়ি ও ফান্দাউক সুইপার কলোনিতে কাজ করে জীবিকা নির্বাহ করত। ঘটনার রাতে শহীদ ফান্দাউক মাছ বাজার সুইপার কলোনিতে বাবুল সুইপারের ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। একদল অস্ত্রধারী র্দূবৃত্ত ঘরে প্রবেশ করার সময় শহীদ তাদের বাধা দিলে অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করলে রাত তিনট্ াতারবিস্তারিত