Main Menu

Wednesday, September 30th, 2015

 

কোমরে ব্যথা দূর করুন চিরকালের জন্য মাত্র ১টি কৌশলে!

কোমর ব্যথা প্রায় সকলের হয়ে থাকে। তবে মহিলারা একটু বেশি এই ব্যথায় ভোগে থাকে।তবে ব্যথার প্রাথমিক দিকে যদি নির্মূল করতে পারা না যায় পরে রোগীকে ভবিষ্যৎ এ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারে। একটি উপায়ে খুব সহজে এই ব্যথা উপশম করা সম্ভব। আসুন জেনে নিই কোমর ব্যথা দূর করার জাদুকরি উপায়টি। কেন হয় কোমর ব্যথা ⓵ ওজন উচ্চতা অনুযায়ী বেশি হলে। ⓵ ভারী বস্তু তোলার কাজ করলে। ⓵ কোমরে চোট পেলে। ⓵ অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করলে। ⓵ পা পিছে কোথাও পড়ে গেলে। ⓵ নিয়মিত গাড়ি চালালে। ⓵ সাধারণত কুঁজোবিস্তারিত


বিটিসিএলের ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনর্নির্ধারণ

ডেস্ক ২৪::বিটিসিএলের আই আইজি, আইএসপি, আইটিসি, নিক্স, ডাটা-নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ চার্জ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বাসস সূত্রে এ খবর জানা গেছে। মাসিক ব্যান্ডউইথ চার্জ প্রতি এমবিপিএস’র জন্য সর্বোচ্চ ৯৬০ টাকা থেকে সর্বনিম্ন ৩৬০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এ চার্জে উচ্চহারে ব্যান্ডউইথ ব্যবহারকারীদের জন্য হ্রাসকৃত হারের বিশেষ সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.gov.bd ঠিকানা থেকে।