Main Menu

Wednesday, September 17th, 2014

 

কসবায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের একটি পুকুর থেকে বুধবার বিকেলে পুলিশ ১ বছর বয়সী অজ্ঞাত এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে ।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে; জাজিসার গ্রামের ফকির বাড়ির একটি পুকুরে  একটি শিশুর লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কসবা থানা পুলিশ ছেলে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেখান থেকে শিশুটির লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে পাঠানো হবে। কসবা থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন; এ ঘটনায় থানায় অপমৃত্যুরবিস্তারিত


যৌন হয়রানি অভিযোগে মাজু স্যার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ ভূঁইয়া ওরফে মাজু স্যারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে আখাউড়া থানায় তার বিরুদ্ধে মামলা হওয়ার পর পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাম্মাদ হোসেন জানান, গত ১৩ আগস্ট ওই স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করা হয় বলে তার মা সকালে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এর কিছুক্ষণ পরই থানার সামনে থেকে তাকেবিস্তারিত


সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের মহব্বত আলীর ছেলে মো. আলম মিয়া (৪০)। গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে তিনি দুর্ঘটনায় পড়ে প্রাণ হারান। আলম মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আলম মিয়ার বাবা মো. মহব্বত আলী জানান, মঙ্গলবার দুপুরে সৌদি আরব থেকে আসা এক ফোনে মাধ্যমে তারা এ দুর্ঘটনার খবর পান। এর আগে গত সোমবার রাতেও সে বাড়ির সবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। আগামী কোরবানীর ঈদ নিয়ে কি পরিকল্পনা করা হয়েছে সে তা জানতেবিস্তারিত


সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের মহব্বত আলীর ছেলে মো. আলম মিয়া (৪০)। গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে তিনি দুর্ঘটনায় পড়ে প্রাণ হারান। আলম মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আলম মিয়ার বাবা মো. মহব্বত আলী জানান, মঙ্গলবার দুপুরে সৌদি আরব থেকে আসা এক ফোনে মাধ্যমে তারা এ দুর্ঘটনার খবর পান। এর আগে গত সোমবার রাতেও সে বাড়ির সবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। আগামী কোরবানীর ঈদ নিয়ে কি পরিকল্পনা করা হয়েছে সে তা জানতেবিস্তারিত


খালেদা জিয়ার সাথে জেলা বিএনপির সৌজন্য সাক্ষাত

আগামী ২২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে গুলশান কার্য্যালয়ে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাত ও জনসভাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব হারুন আল রশিদ, আলহাজ্ব মুশফিকুর রহমান, সৈয়দ এ.কে একরামুজ্জামান, আরহাজ্ব কাজী আনোয়ার হোসেন, এম.এ.খালেক, রফিক সিকদার, জহিরুল হক খোকন, জিল্লুর রহমান, সফিকুল ইসলাম, মোবারক মুন্সী, এডঃ গোলাম সারোয়ার খোকন, এডঃ আনিসুর রহমান মঞ্জু, হাজী সিরাজুল ইসলাম ও আলহাজ্ব এ,বি,এম মোমিনুল হক, মো আজিম, আবুল মনসুর মিশন।


সাঈদির রায় প্রত্যাখান করে সভা অনুষ্ঠিত

যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দেয়া সুপ্রীম কোর্টের রায় প্রত্যাখান করে বুধবার ব্রাহ্মণবাড়িয়া আধুনিক পৌর সুপার মার্কেট চত্বরে আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে এক প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম,জেলা যুবলীগ নেতা সালাউদ্দিন সরকার,ভিপি হাসান সারোয়ার,আলামিন সওদাগর,উপজেলা যুবলীগ আহবায়ক আলী আজম,জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ,জেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া।


পল্লী উন্নয়ন বোর্ডের আঞ্চলিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সরেজমিন বিভাগের আয়োজনে সাংগঠনিক ও ঋণ কার্যক্রম জোরদার বিষয়ে এক আঞ্চলিক সভা ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে জেলা পরিষদ মিলনায়তনে কিশোরগঞ্জ,হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।পল্লী উন্নয়ন বিভাগের উপ-পরিচালক মোরশেদ আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন বোর্ডের সরেজমিন বিভাগের পরিচালক সাইদুল ইসলাম খান।বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক(সমবায়) সামছুল আলম,উপপরিচালক(ঋণ) রফিকুল ইসলাম।বক্তব্য রাখেন উপপরিচালক আবু তালেব মিয়া(কিশোরগঞ্জ),মো.শহীদুল্লা(হবিগঞ্জ),সমবায় সমিতির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী,এমএইচ মাহবুব আলম,আবদুর রঊফ রব্বানী,ইমরান মিয়া।


নবীনগরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাপের কামড়ে মনা মিয়া (৪০) এক কৃষকের মর্তান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার রছুল্লাবাদ গ্রামের হাজী চান মিয়ার ছেলে । জানা গেছে, বুধবার সকালে বাড়ির পার্শ্বের কৃষি জমিতে গরুর জন্যে ঘাস কাটতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে। পরে স্থানীয়রা নবীনগর হাসপাতালে নিয়ে এলে কর্ত্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।      


আখাউড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদল পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫ ভরি স্বর্ণালংকারের পাশাপাশি নগদ টাকা নিয়ে যায়।প্রবাসী হামিদ সরকারের স্ত্রী ও এক মেয়ে জানান, রাত আড়াইটার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল তাঁদের বাড়িতে ঢুকে। ডাকাতদল প্রথমেই অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে রাখে। তারা স্বর্ণের চেইন, কানের দুল, আংটি ও নগদ টাকা নিয়ে যায়। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হতে পারে।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাম্মাদ হোসেন জানান, আমাদেরকেবিস্তারিত


আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার দুপুরে আখাউড়া পৌর এলাকার বড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের আহন মিয়ার ছেলে মো. আক্তার হোসেন (৩৮)। আক্তার হোসেন শশুর ও শাশুরি জানান, ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। তারা জানতে পারেন বাড়ির পাশের একটি গাছের ডালা কাটতে গিয়ে আক্তার বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ হন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকররা তাঁকে মৃত ঘোষণা করেন।