Tuesday, February 25th, 2014
ইতিহাসের ভয়াল শোকাবহ দিন
আজ ২৫ ফেব্রুয়ারি, ইতিহাসের এক শোকাবহ দিন। বিডিআর বিদ্রোহের নামে ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় সেনাবাহিনীর ৫৭ জন চৌকষ অফিসারকে নির্মম ভাবে হত্যা করা হয়। যাদের মধ্যে বিডিআর’র (বর্তমান বিজিবি) তৎকালীন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদও ছিলেন। ডিজির স্ত্রীসহ সামরিক-বেসামরিক আরও ১৭ জনকে নৃশংসভাবে হত্যা করা হয় ওইদিন। যে শোক বইবার সাধ্য কারো নেই। ঘৃন্যতম ওই ঘটনায় মোট নিহত হন ৭৪ জন। বিডিআর বিদ্রোহের বিচার হয়েছে। বিচার হয়েছে ওই দিনের নৃশংস হত্যাকাণ্ডের। এখনো বিচারাধীন রয়েছে অস্ত্র মামলার। কিন্তু মানুষ সেই দিনের নির্মমতা ভুলতে পারছেন না। সেই বিভৎসদৃশ্য চোখেবিস্তারিত