Monday, August 19th, 2013
ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাস টার্মিনালে আগুনে একটি বাস ভূস্মিভুত
প্রতিবেদক: সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাস টার্মিনালে মশার কয়েল থেকে লাগা আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।খবর পেয়ে দমকলকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১ টার দিকে মেড্ডা বাস টার্মিনালে পার্কিং করা ব্রাহ্মণবাড়িয়া- আশুগঞ্জ-মাদবপুর পথে একটি বাসের পিছন দিকে আগুন দেখে পায় কাছের একটি ফার্নিচার দোকানের কর্মচারী। তার চিৎকারে ও চেচামেচিতে আগুন লাগার বিষয়টি জানা যায়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্হলে পৌছে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।বিস্তারিত
ব্যক্তি ও সামাজিক উদ্যোগে শহরের সৌন্দর্য বর্ধনে ভূমিকা হবে.. পৌর মেয়র
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনে বিভিন্ন পদপে বাস্তবায়ন করে আসছি। কিন্তু একটি শহরের সামগ্রীগ উন্নয়ন তখনই সম্ভব হয়, যখন শহরবাসী পৌর অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, পৌর আইন মেনে চলাসহ শহরের পরিচ্চন্নতা ও সৌন্দর্য বর্ধনে পাড়া মহলায় ব্যক্তি বা সামাজিক উদ্যোগে গ্রহন করে। মেয়র শহরবাসীকে পৌরসভার পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগে শহরের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন পদক্ষেপ নিতে সকলের প্রতি আহবান জানান। মেয়র গত শনিবার সকালে কাজিপাড়ায় রাস্তা নির্মান কাজ উদ্বোধনকালেবিস্তারিত
পৌরসভার উদ্যোগে অবৈধ দখলমুক্ত অভিযান শুরু
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধ মার্কেট, ফুটপাতের দোকান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। সোমবার পৌর এলাকার সুপার মার্কেট সংলগ্ন ৪টি অবৈধ স্থাপনা ও পৌর হকার্স মার্কেটে পৌরসভার ড্রেনের উপর নির্মিত ৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে ও পৌর সচিব মোঃ ইসহাক ভূইয়ার পরিচালনায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই অবৈধ দখলমুক্ত করার অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাহ মোঃ নাসিম, মোঃ বাবর আলী, আলী আহসা কাউসার, আহসান উল্লাহ্ আহসান, ছাদেকুর রহমান শরীফ, রাহেলা ইসলাম,বিস্তারিত
কসবায় ইভটিজিং এর দায়ে যুবকের ১৫দিনের জেল
প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর এলাকাস্থ কসবা মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে ইভিটিজিং করার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০৯ ধারায় ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। সোমবার কসবা মহিলা মাদ্রাসার এক ছাত্রী বিদ্যালয়ে আসার পথে ফারুক নামে এক যুবক কর্তৃক ইভটিজিংয়ের শিকার হয় । ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০৯ধারায় অপরাধে অভিযুক্তে মো.ফারুক মিয়া(১৭) পিতা-আবুল হোসেন গ্রাম-কৃঞ্চপুর,কসবাকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
মঙ্গলবার থেকে চলবে আখাউড়া-কুমিল্লা ও কুমিল্লা-ঢাকা পথের ডেমু ট্রেন, উদ্বোধন করবেন রেলমন্ত্রী
প্রতিবেদক : মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-কুমিল্লা ও কুমিল্লা-ঢাকা পথের ডেমু ট্রেনর। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক ট্রেনের উদ্বোধন করবেন। তবে আজ ট্রেনটি যাত্রী নিয়ে চলাচল করবেনা। আগামীকাল সকাল ছয়টায় ট্রেনটি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর একটায় ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে নিয়মিত চলাচল করবে। ট্রেনটির উদ্বোধন উপলক্ষে বেলা সাড়ে ১১টায় আখাউড়া রেলওয়ে জংশনের ১নং প্লাট ফরমে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। রেলপথ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেনবিস্তারিত
পুলিশের সামনেই দিনেদুপুরে বাদীকে ছুরিকাঘাত!
প্রতিবেদক : ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলার বাদীকে দিনেদুপুরে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে একদল ছিনতাইকারী। এ ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর দু’টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা সবুজবাগ এলাকায় পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত সবুজবাগ এলাকার বাসিন্দা প্রবাস ফেরত এনায়েত হোসেনকে (৩৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ছিনতাইকারীরা এনায়েতের পেটে ও মাথায় ছয়টি ছুরিকাঘাত করেছে। প্রত্যক্ষদর্শী মেড্ডা এলাকার বাসিন্দা জয়নাল মিয়া জানান, সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) বশির আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সবুজবাগ এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত এনায়েতকে সবুজবাগ এলাকারবিস্তারিত
ভ্রাম্যমান আদালতের অভিযান, বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ, জরিমানা আদায়
প্রতিবেদক : সোমবার শহরের কোর্টরোডস্থ তিনটি ফার্মেসি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই ঔষধালয়গুলোকে আর্থিক জরিমানা করা হয়। পরে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো পুড়িয়ে ফেলা হয়। আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের আদালত কোর্টরোডস্থ পাল ফার্মেসী, গ্রীণ ফামেসী এবং পদ্মা মেডিকেল হলে অভিযান চালায়। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ফার্মেসীগুলোকে যথাক্রমে ২৫০০, ৫০০০ ও ২০০০ টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় ট্রলি চালক নিহত
প্রতিনিধি : বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ভাটিকালিসীমা নামক স্থানে সোমবার সকালে সড়ক র্দূঘটনায় এক ট্রলি চালক নিহত হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাতে মালবাহী একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক ট্রলি চালক বাহার উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়।বাহার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামের ইদন মিয়ার ছেলে। হাইওয়ে পুলিশের ইসলামপুর ফাড়ির এসআই আবুল খায়ের জানান, ঘাতক গাড়িটি আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নারী তেঁতুল নয়, মর্যাদা ও মাতৃত্বের প্রতীক
সৃষ্টির ঊষালগ্ন থেকে সুন্দর, মায়াময় ও শান্তিপূর্ণ পৃথিবী নির্মাণে নারীর অবদান অনস্বীকার্য। সম্মান, মর্যাদা ও মাতৃত্বের প্রতীক সেই নারী জাতির ইসলাম প্রদত্ত অধিকার, দায়িত্ব ও কর্মপরিধিকে আজ চরম অশ্লীল ও অশালীন ভাষায় কটাক্ষ করা হচ্ছে। তাদের ইজ্জত-আব্রু ও সম্ভ্রম নিয়ে জঘন্য অপপ্রচার চালানো হচ্ছে। এসবই করা হচ্ছে ধর্মীয় উপদেশ, ইসলামী ওয়াজ আর বয়ানের নামে। সাম্প্রতিক সময়ে মায়ের জাত মহিলা সম্পর্কে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর একটি ভিডিও বক্তব্য দেশের সচেতন মহলে তীব্র ক্ষোভ, ঘৃণা, ধিক্কার, নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলেছে। আমরাবিস্তারিত