Main Menu

Tuesday, August 13th, 2013

 

কসবায় এক মণ গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক মণ ভারতীয় গাজাঁসহ ফরিদ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। গ্রেফতারকৃত ফরিদ মিয়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী জেঠুয়ামুড়া গ্রামের রমিজ উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে র‌্যাব সদস্যরা ফরিদ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ভারতীয় ৩৯ কেজি ভারতীয় গাজাঁ উদ্ধার করে। এসময় ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়। কসবা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, ‘ গ্রেফতারকৃত ফরিদ মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।’


আখাউড়া উপজেলা বিএনপি সহ-সভাপতিকে অব্যাহতি

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যতে এই তথ্য জানানো হয়েছে। নাসির উদ্দিন হাজারী দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড চালিয়ে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ২৪ জুলাই উপজেলা বিএনপির কার্যকরী কমিটির এক সভায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্বার করেছেন উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জি. মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, সাংগঠনিক সম্পাদক হাজী রুহুল আমিন খাদেম।


সুন্দর আইন শৃংখলা পরিস্থিতি আগামীতেও বজায় রাখতে চাই… জেলা প্রশাসক

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আবু সাঈদ, বিজিবির উপ অধিনায়ক মেজর মোঃ শাহজাহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বশির উল্লাহ জুরু, নবীনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃবিস্তারিত


জাতীয় শোক দিবস উপলক্ষে এডভোকেট লুৎফুল হাই সাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এডভোকেট লুৎফুল হাই সাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে আগামী ১৫ আগষ্ট বুধবার মৌলভী পাড়াস্হ বায়তুল আমানে ( এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর বাসভবন ) বাদ মাগরেব মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের যুগ্ম আহবায়ক মরহুম এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর কনিষ্ঠ ভ্রাতা আল মামুন মনোয়ারুল হাই বিশেষ  অনুরোধ কররেছেন । বিজ্ঞপ্তি


ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের যুগ্ম- সম্পাদক মিনহাজনবী খান পলাশ বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকালে জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতে পুস্পস্তবক দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন , জেলা বিএনপির সহ সভাপতি জিল্লুর রহমান, , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক আলী আজম, মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক তানিম শাহেদ রিপন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা সহ আরো অনেক নেতা (প্রেস বিজ্ঞপ্তি)


সিলেট-আখাউড়া সেকশনে ঝুঁকিপূর্ণ শতাধিক রেলক্রসিং

ডেস্ক ২৪: সিলেট-আখাউড়া রেললাইনে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শতাধিক রেলক্রসিং। গেট বা গেটম্যান না থাকায় এ ক্রসিংগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ এসব ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট-আখাউড়া রুট দিয়ে প্রতিদিন গড়ে ২০টি ট্রেন চলাচল করে। এর মধ্যে অরক্ষিত ক্রসিংগুলোয় লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। চলছে বিভিন্ন ধরনের ভারী ও হালকা যানবাহন। রেল বিভাগ কিছু ক্রসিংয়ের সামনে সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়ে রাখলেও রেলক্রসিংয়ে গেট স্থাপনে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। গত কয়েক বছরে এ রুটের অরক্ষিত রেলক্রসিংয়ে ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহতবিস্তারিত


ঈদের আনন্দে বাড়ি এসে লাশ হলো একই পরিবারের তিন শিশু

এস.এ.রুবেল নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া:নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে। নিহতরা হলো জেসমিন আক্তার (১০), আলী নূর (৫), সাবিনা বেগম (১০)।জানা যায়, গোপালপুর পূর্ব পাড়ার ব্যাবসায়ী মোগন মিয়া চট্টগ্রাম থেকে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে বাড়ি আসেন। তার দুই সন্তান আলী নুর ও জেসমিন তাদের চাচাতো বোন সাবিনাকে নিয়ে বাড়ির পার্শ্বে পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানা তিন জনই পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন দ্রুত নবীনগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃতবিস্তারিত


নাসিরনগরে প্রেমিকা লাঞ্চিত। অভিযুক্ত :প্রেমিক ও তার পিতা মাতা

নাসিরনগরে প্রেমিকাকে পিটিয়ে আহত করেছে প্রেমিক ও তার পিতা মাতা আত্বীয়রা মিলেমোঃ আব্দুল হান্নান নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ঃ কথায় আছে প্রেম চিনেনা জাত কুজাত, মানেনা কাদা পচা,  মানেনা জোয়ান বুড়া। এমনই এক অন্ধ প্রেমে পাগল ছিল হবিগঞ্চজেলার লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসকর আলীর মেয়ে নার্গিস বেগম।নার্গিসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ব্রাহ্মন বাড়িয়া জেলার নাসির নগর  উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের পুর্বের গোলাম বাড়ি বর্তমানে দালান বাড়ির মোবাইল ব্যবসায়ী জ্যোতিনুরের ছেলে মোঃ অপু নুরের । অপু প্রেমের সম্পর্ক ঘড়ে তুলে নার্গিসের সাথে । নার্গিৃসকে বিয়ের প্রলোভন দিযে বিভিন্ন সমযে নার্গিৃসের কাছ থেকেবিস্তারিত


সরাইলে বিএনপি’র দু’গ্রুপে সংঘর্ষ, আহত- ৫, গ্রেপ্তার-১

মোহাম্মদ মাসুদ: সরাইলে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে বাড়ি ঘর। গত সোমবার রাত সাড়ে আটটায় উপজেলার শাহবাজপুর ইউপি ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত সাবেক যুবদল নেতা আবু ছায়েদ টুনু (৪৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ছাত্রদল নেতা আক্তার মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, সোমবার রাতে স্থানীয় বিএনপি অফিসে বসে যুবদল নেতা আবু সুফিয়ান সহ কয়েক জন কথা বলছিলেন। এ সময় ইউপি ছাত্রদলের কমিটি নিয়ে আক্তার মিয়ার সাথে আবু সুফিয়ানের প্রথমেবিস্তারিত


রামরাইলে জামাতের গাড়ি ভাংচুরের চেষ্টা, আটক ১৫

মাসুক হৃদয় : রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের প্রতিবাদে জামাতে ইসলামীর ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল আটটায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, হরতালের আগে ও পরে নবীনগর উপজেলা সদর থেকে ৪ জন ও জেলার বিভিন্ন স্থান থেকে ১১ জনসহ মোট ১৫ জামাত-শিবির কর্মীকেবিস্তারিত