Main Menu

Sunday, August 11th, 2013

 

সরাইলে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষ নিহত ২, আহত ১

মোহাম্মদ মাসুদ: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া  স্থানে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে ২ জন সিএনজি যাত্রী নিহত ও  ১জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে  রোববার বিকেলে । এদিকে নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে তিনি কিশোরগঞ্জ জেলা  ইটনা উপজেলার রতন সরকার (৩২) ও অজ্ঞাত (৩০) । সরাইল বিশ্বরোড হাইওয়ে ফাঁড়ি সূত্রে জানাগেছে, কুরুলিয়া প্রাঃ লিঃ নামের সিএনজি চালিত অটোরিকশাটি হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে কুট্টাপাড়ার অদূরে বিকল দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছন দিকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়ে মুচরে যায় । এসময় ঘটনাস্থলেই একজন মারাযায় এবং গুরুত্বর অবস্থায় আরও দুজনকে সদরবিস্তারিত


নাসিরনগরে তিন গ্রামে পৃথক সংঘর্ষে মহিলা সহ আহত প্রায় শতাধিক

প্রতিনিধি ঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার নুরপুর,কালিউতা ,ভলাকুট তিন গ্রামে গত শনিবার সন্ধ্যা ও সকালে পৃথক পৃথক সংঘর্ষে মহিলা ও শিশু সহ প্রায় শতাধিক অঅহত হওয়ার খবর পাওয়া গেছে । জানা গেছে শনিবারসন্ধ্যায় নুরপুর  সড়ক বাজারে টাইগার খাওয়াকে কেন্দ্র করে দুই পহ্মের সংঘর্ষে মহিলা সহ প্রায় ৫০ জন আহত হয়েছে ।অপরদিকে ওই দিনই সন্ধ্যায় ভলঅকুট গ্রামের ছায়েদ মিযার ছেলে মোঃ ফায়েজ মিয়া কিশোর গঞ্চজেলার বাজিতপুর উপজেলার পার কচুয়া গ্রামের হাজী মোঃ মফিজমিযার খামার থেকে ১৭৫টি হাস চুরি করে এনে বিক্রি করার অপরাধে ভরাকুট ইউনিয়ন পরিষদে শালীশের মাধ্যমে ১৯ হাজার টাকাবিস্তারিত


নবীনগরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

এস.এ.রুবেল : পৌর এলাকা হইতে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল পৌর শ্মশান ঘাটে। সে মরন পালের ছেলে সাজিব (২০)।   পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মরন পাল ইঞ্জিন চালিত নৌকা এবং মা স্থানীয় আহম্মদ প্রাইভেট হাসপাতালে আয়ার কাজ করে সংসার চালায়। মরন পালের সাত ছেলের মধ্যে সাজিব দ্বিতীয়। সাজিব বাবার নৌকায় কাজ করত। শনিবার রাতে কে বা কারা সাজিবকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয়রা রবিবার সকালে নবীনগর শ্মশান ঘাটে  সাজিবকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে, পুলিশবিস্তারিত


আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু

: পবিত্র শবেকদর এবং ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৫ দিন বন্ধের পর আবারো আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়। ৬ আগস্ট থেকে ১০ আগস্ট শনিবার পর্যন্ত স্থলবন্দর বন্ধ রাখার সিধান্ত নেয় আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক এসোসিয়েশন। আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, পবিত্র শবেকদর এবং ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আমদানি রফতানি যথারীতি শুরু হয়েছে।