Saturday, June 1st, 2013
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হত্যা,জালটাকা সহ ৫ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী বাদল গ্রেফতার
কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাস্থ কসবা পৌর এলাকার তালতলা গ্রামের মৃত্যু-সুলতান খার ছেলে দুইটি হত্যা,জালটাকা,প্রতারণা মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী সফিকুল ইসলাম বাদল(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রাতে কসবা থানার উপ-পুলিশ পরিদর্শক মো.মজিজুর রহমান পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আজ শনিবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে দুইটি হত্যা,জালটাকার নোট তৈরী,বিভিন্ন প্রতরানাসহ মোট ৫টি মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী বলে থানার অফিসার ইনচার্জ মো.বদরুল আলম তালুকদার জানান।#######
জাতীয় বীর আব্দুস কুদ্দুস মাখনের মাতার ইন্তেকাল।বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দক্ষিণ মৌড়াইল গোরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন করা হবে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক(জিএস) ও সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মাখনের মাতা আমেনা খাতুন ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দক্ষিণ মৌড়াইল গোরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন করা হবে। এদিকে আমেনা খাতুনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী ওবিস্তারিত