Main Menu

Monday, May 13th, 2013

 

আগামীকালের এইচএসসি পরীক্ষা ১৮ মে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে ১৮ মে।আজ সোমবার  ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম বলেন, ওই দিন সকালের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।


ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ৩দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন এর উদ্যোগে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৩। সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের জাতীয় সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। তিনি বলেছেন, বর্তমান প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি চেতনায় শিতি করে ইসলামের নামে যারা দেশের প্রগতির চাকাকে পেছনে নিয়ে যেতে চায় ঐ অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার।


নবীনগরে বাড়ির সীমানা প্রাচীর ধ্বসে শিশুর মৃত্যু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধ্বসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নবীনগর পৌর শহরের মাঝিকাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৩) নামের ওই শিশু মাঝিকাড়া এলাকার মুজিবুর রহমানের ছেলে। এলাকাবাসী জানায়, বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ঘেষে শিশুটি খেলা করছিল। এসময় ওই শিশুর উপর দেয়ালটি ধ্বসে পড়ে। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু এর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। এলাকাবাসী আরও জানায়, নিহত শিশু আব্দুর রহমান পেশায় রাজমিস্ত্রী মুজিবুরবিস্তারিত