Sunday, May 12th, 2013
কসবায় ভারতীয় ফেন্সি-গাজাঁসহ ১জন আটক
কসবা প্রতিনিধিঃ কসবা পৌর এলাকারস্থ কালিকা পুর গ্রামের লোকমান(৩২)পিতা-হুমায়ন কবীরকে ভারতীয় ২০ বোতল ফেন্সিডিল -২কেজি গাজাঁসহ তার বসতবাড়ি থেকে কসবা থানার এএসআই বোরহান উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিওিতে গ্রেফতার করেছে। কসবা থানার অফিসার ইনচার্জ মো.বদরুল আলম তালুকদার জানান গতকাল রোববার রাত ৯.৩০ মিনিটে পুলিশ গোপন সংবাদেও ভিওিতে ভারতীয় ফেন্সিডিল ও গাজাঁসহ লোকমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। লোকমানের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি ॥ ৪ ডাকাত আটক
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌর শহরের মসজিদ পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে ডাকাতরা বাড়ির দরজা ভেঙ্গে প্রবাসী সৈয়দ খাঁর বাড়িতে ঢুকে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনের হাত-পা বেঁধে নগদ প্রায় দেড় ল টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নবীনগরে ইয়াবাসহ মহিলা চৌকিদার গ্রেফতার
প্রতিনিধি :রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ মহিলা চৌকিদারকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ সকালে উপজেলর শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের মহিলা চৌকিদার পারুল বেগম (২৮)কে স্থানীয় লঞ্চ ঘাট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, সে দীর্ঘ দিন ধরে এ ব্যবসার সাথে জড়িত।
নবীনগরে জামায়েতের উপজেলার আমীর মহিউদ্দিন গ্রেফতার
প্রতিনিধি : শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জামায়াত ইসলামের আমীরকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, জামায়াতের ডাকা হরতালের দিন প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা সৃস্টি পরিকল্পনা করে। পরিকল্পনার খবর পেয়ে নবীনগর উপজেলা জামায়াত আমীর মোঃ মহিউদ্দিন (৩৫)কে মাঝিকাড়াস্থ বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জাফর জানান, আমাদের কাছে গোপন খবর ছিল হরতালের দিন নবীনগরে প্রশাসনসহ গুরুত্বপূর্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল, সেই পরিকল্পনা ঠেকাতে এ অভিযান চালানো হয়। এছাড়াও জামাতের ওই শীর্ষ নেতা পূর্বে ডাকা হরতালে গাড়ি ভাংচুর মামলার প্রধান আসামী।
আখাউড়া দিয়ে ভারতে প্রবেশকালে আটক ৭
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা। রবিবার সকালে আটককৃতদের আখাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আখাউড়া থানা পুলিশ জানায়, আখাউড়া সীমান্তের বাউতলা এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় ৭ জনকে আটক করে আখাউড়া স্থলবন্দর বিজিবি জওয়ানরা। স্থলবন্দর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার শহীদুল ইসলাম শনিবার বিকেলে বাউতলা ২০২৪ এর ৭ এস সীমান্ত পিলার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বিজিবি’র হাতে আটককৃতরা হলেন সিলেটের সুনামগঞ্জের দোসরা বাজারের বিধু কপালী (৬৫), বিভারাণী কপালী (৫৫), সূর্যমনি দেবনাথ (৭৮),বিস্তারিত
আখাউড়ায় লাকড়ির দোকান থেকে দেশীয় রিভলবার উদ্ধার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার বাসষ্ট্যান্ড থেকে দেশীয় রিভলবার উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে স্থানীয় সন্ত্রাসী শেখ ইকবালের লাকড়ির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় এ রিভলবারটি উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার রিভলবার উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর হোসেন ধরখার বাসষ্ট্যান্ডের অদুরে ইকবাল ট্রেডার্স নামের একটি লাকড়ির দোকানে অভিযান চালিয়ে অবৈধ এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এসময় ওই দোকানের মালিক ধরখার ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখাউড়া থানার তালিকাভূক্ত সন্ত্রাসী শেখ ইকবাল ও তার সহযোগী পনিরবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়াবাসীর জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান
সুমন নূর: মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলাম হরতাল ডেকে মাঠে নেই জামায়াত।জামায়াত-শিবিরের ডাকা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়নি। রোববার সকাল থেকে সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, স্কুল-কলেজসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। সর্বত্র স্বাভাবিক কাজকর্ম হয়েছে। হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কোন নেতাকর্মীকে জেলা শহরসহ আশপাশের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।সকাল থেকেই আন্ত জেলা বাসগুলোও চলাচল করেছে। ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল।