Main Menu

Tuesday, May 7th, 2013

 

১১ মে শুরু হচ্ছে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচী

প্রতিবেদক : আগামী ১১ মে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচী। সকাল স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সদর উপজেলা ও শহর আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করবেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। ১২ মে সকাল ১১ টায় বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করবেন র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।


জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক গ্রেফতার

প্রতিনিধি॥ গত সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোমিনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রবের নেতৃত্বে পুলিশ শহরের নিউ মৌড়াইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামে। পরে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।


সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১ ডাকাত আটক

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে জনতা। জানা যায়, গত সোমবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে ৭/৮জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে। পরে কুট্টাপাড়া রোকনুদ্দিন মার্কেটের সামনে গিয়ে এক ডাকাতকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হলে অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ডাকাত হলো পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনির (২৫)। এসময় তার কাছ থেকে তালা কাটার যন্ত্র, ড্রিল কাটার ১টি, ৬টি বড় ছোরা উদ্ধার করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদেরবিস্তারিত


বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, গত সোমবার রাতে শহরের পুনিয়াউট এলাকার সুধন মিয়ার ছেলে মাহমুদুল হক (৫০) ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ চলে যায়। এসময় আইপিএসের লাইন দেওয়ার জন্য বিদ্যুতের চকেটে হাত দেন। তখনই বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।


গ্রীড বিপর্যয়ের কারণে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৯ টি ইউনিটের উৎপাদন বন্ধ

প্রতিনিধি ॥ আশুগঞ্জ-ঘোড়াশাল ১৩২কেভি গ্রীড লাইনে বিপর্যয়ের কারণে  মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে সবগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে করে ৭৭৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে ৭৭৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ হ্রাস পেয়েছে। বর্তমানে বন্ধ ইউনিটগুলো হলো প্রতিটি ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং, ২নং ইউনিট, প্রতিটি ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট ৩নং ইউনিট, ৪নং ইউনিট, ৫নং ইউনিট, প্রতিটি ৫৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-১, জিটি-২, ৩৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এসটি ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিণ ইউনিট। গ্রীড বিপর্যয়ের কারণেবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ১৮ দলের বিক্ষোভ

প্রতিবেদক ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মাঠে গায়েবী জানাযা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, খেলাফত মজলিশের সভাপতি হাফেজ এমদাদুল হক, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা শওকত আমীন প্রমুখ।